হোম > সারা দেশ > রংপুর

ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক, বাম্পার ফলনের আশা

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আমন ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ততম সময় পার করছেন কৃষকেরা। প্রকৃতির অনুকূল আবহাওয়া আর ভালো ফলনের কারণে এ মৌসুমে কৃষকদের মুখে দেখা দিয়েছে স্বস্তির হাসি।

বুধবার সরেজমিনে দেখা যায় কৃষকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠজুড়ে এখন শুধুই ধান কাটা-মাড়াই এবং খড় শুকানোতে ব্যাস্ত সময় পার করছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে উপজেলার বিভিন্ন এলাকায়, ব্রি ধান ৫১, সর্ণা-৫, চিনি আতব সহ হাইব্রিড ও উফসী জাতের আমনের চারা রোপণ করা হয়েছিল।

স্থানীয় জাতের আমনের চাষও হয়েছে কিছু কিছু এলাকায়। সব জাতেরই ধানের এ বছর আশানুরূপ ফলন হয়েছে।

চলতি আমন মৌসুমে ৭ হাজার ২৫ হেক্টর জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৭ হাজার ৮৫৫ হেক্টর জমিতে। অর্থাৎ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে চাষের পরিমাণ।

শাল্টিমুরাদপুর গ্রামের কৃষক তোফাজ্জল হোসেন বলেন, এবার ধান ফলন ভালো হয়েছে। বিঘাপ্রতি উৎপাদন গত বছরের চেয়ে বেশি, ধান কাটা বিঘা প্রতি ২২০০ টাকা।

তবে শ্রমিকের দাম একটু বেশি, ধানের দাম মন প্রতি ১১৫০-১২০০ টাকা। আল্লাহর রহমতে ধান ঘরে তুলতে পারছি, এটাই বড় আনন্দ।

বিনোদনগর ইউনিয়নের নারায়নপুর গ্রামের কৃষক সবুজ রানা বলেন, কয়েক দিন টানা রোদ থাকায় ধান কাটার কাজ দ্রুত করা যাচ্ছে। কিন্তু সার, কীটনাশক ও শ্রমিকের খরচ বাড়ায় লাভের পরিমাণ কমে যেতে পারে। তারপরও ফলন ভালো হওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছি।

নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস বলেন, এ বছর উপজেলায় মোট ৭ হাজার ৮৫৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ৩ হাজার হেক্টর জমিতে আগাম জাতের হাইব্রিড ও উপসী ধান চাষ হয়েছে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ধান কাটা-মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

মাঠের প্রতিটি প্রান্তে ধান কাটার যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, তাতে কৃষকের পরিশ্রম আর আশার প্রতিচ্ছবি ফুটে উঠছে। সোনালি শীষ ঘরে তুলেই তারা নতুন স্বপ্নে বুক বাঁধছেন আগামী মৌসুমের জন্য।

দেশে ভোট ভোট খেলা আর হতে দেওয়া যাবে না: সাইফুল হক

দুই স্টেশনে লাগেনি উন্নয়নের ছোঁয়া, মানুষের ভোগান্তি

পঞ্চগড়ে শীতজনিত রোগে ৪০ পশুর মৃত্যু, আক্রান্ত পাঁচ শতাধিক

ক্ষমতা জিনিসটাই খারাপ, রাজনীতি আরো খারাপ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খানসামায় দোয়া মাহফিল

ঠাকুরগাঁও-৩ আসনে অসুস্থ বিএনপি প্রার্থীকে দেখতে যান জামায়াত প্রার্থী

নির্বাচন সুন্দর করতে বড় দায়িত্ব রাজনৈতিক দলগুলোর

লোকসানের শঙ্কা, আলু চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক

সৈয়দপুরে ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

বৃহত্তর সুন্নি জোট থেকে ৩০০ আসনেই প্রার্থী দেওয়া হবে: তাহেরী