আগামী ২৪ জানুয়ারি গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জনসভা সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বাদ মাগরিব পলাশবাড়ী প্রেসকাবে জেলা শাখার আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। এতে আগামী জনসভা আয়োজন, সংগঠনের চলমান কার্যক্রম এবং সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাও. জহুরুল হক, সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা, জেলা সুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক একরামুল হক, পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমির ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সেক্রেটারি সাখাওয়াত হোসেন, পৌর জামায়াতের আমিরর মাও. ইয়াহিয়া, নেতা আবু তালেব মাষ্টারসহ স্থানীয় দায়িত্বশীলরা।
সভায় বক্তারা বলেন, আমিরে জামায়াতের পলাশবাড়ী সফর ও জনসভা সফল করতে সকলের সহযোগিতা প্রয়োজন। বিশেষভাবে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা উল্লেখ করেন।