হোম > সারা দেশ > রংপুর

ভারতের গোলাম আওয়ামী লীগের ঠিকানা বাংলাদেশে হবে না

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর বলেছেন, ভারতের গোলাম আওয়ামী লীগের ঠিকানা বাংলাদেশে হবে না।

শনিবার দুপুরে পঞ্চগড়ের চৌরঙ্গী মোড়ে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ভারত একদিকে পাকিস্তানকে গুতো দিচ্ছে, ওই দিকে চীনকে গুতো দিচ্ছে। বাংলাদেশের সাথে লাগতে আইসেন না । তাহলে ত্রিমুখী গুঁতোগুঁতি শুরু হলে টিকতে পারবেন না। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা চাই ভারতের সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, একটা ন্যায্যতার সম্পর্ক হবে। গোলামির সম্পর্ক হবে না।

আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেন, এই নির্লজ্জ বেহায়ারা জনগণের প্রতিরোধের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে এখন ভারতে আশ্রয় গ্রহণ করেছে। অনেকে নাম পরিবর্তন করেছে। মুসলমান নাম পরিবর্তন করে হিন্দু নাম নিয়েছে বাঁচার জন্য। তার মানে এটা প্রমাণিত আওয়ামী লীগ ভারতের একটা এক্সটেনশন। ভারতের দাস, গোলামি করা দল। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের ঠিকানা হবে না। পৃথিবীর ইতিহাসে এই ধরনের জঘন্য এবং বর্বরতার পরে রাজনৈতিক দল রাজনীতি করতে পারে নাই। আওয়ামী লীগের সাথে আমাদের কোনো আপস হবে না।

মাহাফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় ফারুক হাসান, আসাদুজ্জামান নূর আসাদ, মামুনুর রশিদ মামুনসহ বিভিন্ন রাজনৈতিক দলের পঞ্চগড় জেলার নেতারা বক্তব্য রাখেন।

এমএস

হ্যান্ডকাফ নিয়েই পালালো আবু সাইদ হত্যা মামলার আসামি

কুড়িগ্রামে অন্যতম একটা মডেল ইলেকশন করতে চাই

পিতার দায়েরকৃত মামলায় পুত্র গ্রেপ্তার

বিএনপিতে যোগ দিলেন ‘রামগঞ্জ ট্র্যাজেডি ও জুলাই হত্যা’ মামলার আসামি

জাপা নেতা রাঙ্গার বিরুদ্ধে দুদকের মামলা

আগাম জাতের সরিষায় বাম্পার ফলন, মাড়াইয়ে ব্যস্ত কৃষক

তারাগঞ্জের তৃণমূলের মানুষ জানে না গণভোট কী

শীতের দাপট কমেনি দিনাজপুরে, তাপমাত্রা ১০.৩ ডিগ্রি

সৈয়দপুরে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জামায়াতের ক্যাম্পেইন

নিম্নমানের দায়সারা কাজ করে বিল উত্তোলনের অভিযোগ