হোম > সারা দেশ > রংপুর

ফুলবাড়ীতে বাস চাপায় গৃহবধূর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর)

দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের নিচে চাপা পড়ে মোছা. আনোয়ারা বেগম (৩০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পাঁচ বছর বয়সী ছেলে আব্দুল্লাহ আহত হয়েছে।

সোমবার বিকেল ৪ টায় পৌর শহরের ঢাকা মোড় (শাপলা চত্বর) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগম দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ১ নম্বর জয়পুর ইউনিয়নের ভাগলপুর চিলাপাড়া গ্রামের মাজেদুল হক এর স্ত্রী। নিহতের স্বামী মাজেদুল নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারে একটি মোটরসাইকেল গ্যারেজ পরিচালনা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪ টায় স্বামী মাজেদুল হক, স্ত্রী মোছা. আনোয়ারা বেগম ও তাদের পাঁচ বছর বয়সী ছেলে আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে ফুলবাড়ীর উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ফুলবাড়ী উপজেলার ঢাকামোড় (শাপলা চত্বর) এলাকায় মোড় নিতে গিয়ে দিনাজপুর-ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বগুড়াগামী টিউলিপ পরিবহণ নামে একটি বাসের (ঢাকা মেট্রো-জ ১১-১০৪৩) সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী গৃহবধূ আনোয়ারা বেগম ছিটকে বাসের চাকার নিচে পড়ে গেলে বাসটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ছেলে আব্দুল্লাহসহ ওই গৃহবধু আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্বামী মাজেদুল প্রাণে বেঁচে গেলেও তাদের ছেলে আব্দুল্লাহর পায়ে আঘাত লাগে। আহত শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে খবর পেয়ে পুলিশ মোটরসাইকেলসহ বাসটি জব্দ করে থানায় নিয়ে আসেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ঘাতক বাসটি আটক করে থানায় আনা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী ঘটনার পরপরই পালিয়ে যায়। লাশটির সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন।”

নবাবগঞ্জে ধানবোঝাই পাওয়ার ট্রলি উল্টে চালক নিহত

যমজ দুই বোনের মেডিকেলে চান্স, আনন্দে ভাসছে রামপুর গ্রাম

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেও অর্থাভাবে অনিশ্চয়তায় রেহেনার স্বপ্ন

লটারির তালিকা পরিবর্তন করে ভিডব্লিউবির চাল বিতরণে অনিয়ম

সৈয়দপুরের এক কলেজের অর্ধশত শিক্ষার্থীর মেডিকেলে ভর্তির সুযোগ

তেঁতুলিয়ায় সূর্যের দেখা মিললেও রোদের প্রখরতা নেই

ভারতের ওপর অনাস্থা, চিকিৎসায় বিকল্প গন্তব্যে বাংলাদেশিরা

বিজয় দিবসের আয়োজনে উপেক্ষিত ইসলামি সংস্কৃতি

ওসমান হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে রংপুরে এনসিপির বিক্ষোভ

সুদানে শান্তিরক্ষী মিশনে নিহত সবুজ মিয়ার বাড়িতে শোকের ছায়া