হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ প্রত্যাহার

জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরে সড়ক ও রেলপথ অবরোধ প্রত্যাহার করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার বিকেল ৫টার দিকে তারা এ কর্মসূচি প্রত্যাহার করে নেন। এরআগে বেলা ১১টার দিকে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের বাইপাস সড়ক ও ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় রেলপথ অবরোধ করেন তারা। এ অবরোধের কারণে রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগের শিকার হন পথচারীরা।

পলিটেকনিক ও কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যেএই রয়েছে- জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টর অবৈধ পদোন্নতির রায় বাতিল, ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিলসহ উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করা, উপ-সহকারী প্রকৌশলী ও সমমান চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও মনো টেকনোলজি থেকে পাসকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি স্বায়ত্তশাসিত, রাস্ট্রায়ত্ত্ব, ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাগ্রহণ, কারিগরি সেক্টর পরিচালনায় সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্তক ও অধ্যক্ষসহ কোন পদে কারিগরি শিক্ষা বহির্ভূত নিষিদ্ধ করা এবং তা আইনানুগভাবে নিশ্চিত করা, এই পদগুলোতে অনতিবিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ এবং সকল শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা, কারিগরি শিক্ষায় বৈষম্য ও দুরাবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে উচ্চশিক্ষা নামে মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে শিক্ষা সংস্কার কমিশন গঠন করা, পলিটেনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাসকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, পলিটেকনিক ও মনোটেকনিক থেকে পাসকৃত প্রার্থীদের জন্য ক্যাম্পাস ও ডুয়েটের আওতামুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করা।

জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলো জামায়াতে ইসলামী

জামায়াতে যোগ দিলেন বিএনপির ৩০ কর্মী

বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক-শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত

হাসপাতালে কেমন আছেন মুফতি মুহিব্বুল্লাহ মাদানী

ভাড়ায় এসে জমি দখলের চেষ্টা, যুবদলের দুই নেতা বহিষ্কার

দুই ভুয়া ডিবি পুলিশ আটক, থানায় সোপর্দ

সাঘাটায় নদী ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

নিয়ন্ত্রণ হারিয়ে অটোকে বাসের ধাক্কা, যাত্রী নিহত

মানুষের অধিকার ও মর্যাদার নিশ্চয়তায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ