হোম > সারা দেশ > রংপুর

জিএম কাদের ও তার স্ত্রীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

সাড়ে সাত বছর আগে সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জিএম কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদেরসহ ১৯ জনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার বিএনপি নেতা খলিলুর রহমান বাদি হয়ে এ মামলা দায়ের করেন। তিনি লালমনিরহাট পৌরসভার সাধুটারী এলাকার বাসিন্দা ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাদি খলিলুর রহমান লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসা ভোটকেন্দ্রে বিএনপি মনোনীত প্রার্থীর পোলিং এজেন্ট ছিলেন।

এজাহারে অভিযোগ করা হয়, ভোটের আগের দিন রাতে জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মী তার বাড়িতে গিয়ে ভোটকেন্দ্রে না যেতে হুমকি দেন। পরদিন ভোট গ্রহণ শুরুর পর তিনি দায়িত্ব পালনকালে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের নির্দেশে অন্য আসামিরা তাকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

ঘটনার দীর্ঘদিন পর, বাদি ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সেটি আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে।

লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী বলেন, বাদিদীর অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। তদন্ত চলছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

শোকজ জবাবের পর যা বললেন বিএনপি প্রার্থী

জনগণের কল্যাণ ও এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করব: আখতার

যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক কারবারি আটক

তারা যে ফ্যামিলি কার্ডের টাকা দিবে কি গ্যারান্টি আছে: আখতার

লালমনিরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ২০

কাউনিয়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বিএনপির কেউ দুর্বৃত্তায়নে জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে: মির্জা ফখরুল

তারাগঞ্জে জোড়া খুনের আসামি ঢাকায় গ্রেপ্তার

গোবরের লাকড়ি এখন আয়ের উৎস

জামায়াতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ