গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দল বাড়িতে প্রবেশ করে গৃহকর্তাকে বেঁধে রেখে ঘরে থাকা নগদ ৪২ লাখ টাকা ও ৫ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চক সিংহডাঙ্গা (তিন মাথা) গ্রামের আব্দুল মতিনের বাড়িতে।
গত বুধবার রাতে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চক সিংহ ডাঙ্গা (তিনমাথা) এলাকায় এ ডাকাতি সংঘটিত হয়।
ওই বাড়ির মালিক আব্দুল মতিন জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে একদল ডাকাত তার বাড়িতে আকস্মিকভাবে প্রবেশ করে মুখে টেপ লাগিয়ে তাকে রশি দিয়ে ঘরের খুঁটির সাথে বেঁধে রাখে। এ সময় ডাকাতেরা ঘরের আলমারিতে রাখা নগদ ৪২ লাখ টাকা ও ৫ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) পবিত্র কুমার বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে বাড়ির মালিক থানায় অভিযোগ দায়ের করেননি। এরপরেও ঘটনাটি ডাকাতি না অন্য কিছু তদন্ত করা হচ্ছে।