কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার তিন গ্রাম হাবিবপুর, কামালপুর ও বটতলার হাজার হাজার মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছে। এখানকার স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
ফুলবাড়ী উপজেলা শহরের সঙ্গে তিন গ্রামের মানুষের যোগাযোগের জন্য সহজ মাধ্যম নীলকমল নদীর ওপর একটি সেতু নির্মাণ না হওয়ায় হাজার হাজার মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হচ্ছে।
সম্প্রতি ১২০ ফিট ভাঙা বাঁশের সাঁকোর ওপর দিয়ে যাওয়ার সময় হাবিবপুর গ্রামের বৃদ্ধ হাবিবুর রহমান পড়ে গিয়ে স্ট্রোক করেন। তিনি রংপুর মেডিকেল কলেজে ভর্তি থাকার পর এখন গুরুতর অসুস্থ।
সরেজমিনে গিয়ে জানা গেছে, এখানকার মানুষরা দীর্ঘদিন ধরে নিজেদের প্রয়োজনে নিজেদের অর্থায়নে ১২০ ফিট বাঁশের সাঁকো নির্মাণ করে । এখানকার গরিব, অসহায়সহ নিম্ন, মধ্যবিত্তরা মিলে বাঁশের সাঁকোটি নির্মাণ করলেও এবার টাকার অভাবে সাঁকোটি মেরামত করা হয়নি।
ফলে বিভিন্ন স্থানে ভেঙে গিয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়েছে। সাঁকোটি মেরামতে কেউ সহযোগিতার হাত না বাড়ানোর কারণে এলাকার স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ বাধ্য হয়ে ভেঙে যাওয়া সাঁকো দিয়ে যাতায়াত করছে।
নীলকমল নদীর ওপর একটি সেতু নির্মাণ না হওয়ায় বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারে বিক্রি করা নিয়েও পড়েছেন দুর্ভোগে। ভ্যান, রিকশা, অটোরিকশাযোগে কৃষিপণ্য ধান, পাট, সরিষাসহ শাক-সবজি উপজেলা সদর বাজারে সহজভাবে বিক্রির সুযোগ পাচ্ছে না।
স্থানীয় অটোরিকশা চালক লাল চাঁদ আমার দেশকে জানান, আমরা তিন গ্রামের মানুষ বহুদিন ধরে নীলকমল নদীর ওপর একটি সেতু দাবি করে আসছি। কিন্তু কেউ আমাদের দাবি পূরণ করছে না। ফলে আমরা প্রায় চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে অটোরিকশায় কৃষকের মালামালসহ যাত্রীদের গন্তব্যে পাঠাচ্ছি। এতে আমাদের দুর্ভোগ বাড়ছে।
হাবিবপুরের বাসিন্দা আমজাদ হোসেন জানান, ২০১৫ সালে ছিটমহল বিনিময় হওয়ার পর ভারতীয় বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়াটি বাংলাদেশের সঙ্গে অন্তর্ভুক্ত হয়। আমরা ফুলবাড়ী উপজেলার বাসিন্দা হই। অথচ উপজেলার সঙ্গে যোগাযোগের জন্য আমরা নীলকমল নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি করছি কিন্তু আমাদের দাবি কর্তৃপক্ষ কর্ণপাত করছে না।
এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী মামুনুর রহমান আমার দেশকে জানান, ভাঙা বাঁশের সাঁকোর ওপর দিয়ে তিন গ্রামের মানুষের ঝুঁকিপূর্ণ যাতায়াতের বিষয়টি কষ্টদায়ক। এখানে একটি সেতু নির্মাণের ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব।