হোম > সারা দেশ > রংপুর

নির্বাচিত হলে সবাইকে নিয়ে দেশের মডেল ঠাকুরগাঁও গড়তে চান দেলাওয়ার

বিশাল মোটরসাইকেল শোডাউন জামায়াত প্রার্থীর

স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিশাল মোটরসাইকেল শোডাউন করেছে জামায়াতে ইসলামী।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ৭ হাজার মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে। এসময় দলীয় নেতাকর্মীদের সাথে স্থানীয় জনসাধারণ যুক্ত হয়। জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দাঁড়িপাল্লা-দাঁড়িপাল্লা স্লোগানে একই সুরে শহর মুখরিত হয়ে উঠে।

শোভাযাত্রাটি সালন্দর মাদ্রাসা থেকে শুরু হয়ে নারগুন, দানারহাট, বেগুনবাড়ি ও বড়খোচাবাড়ি হয়ে মেইন রোডে ওঠে। এরপর দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভুল্লী, ১১ মাইল, রুহিয়া ও পাটিয়াডাঙ্গী প্রদক্ষিণ করে। শোডাউনটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। দীর্ঘ ৬ ঘণ্টার এই শোডাউনে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনকে শুভেচ্ছা জানান।

সরেজমিনে দেখা যায়, প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ মোটরসাইকেলের বহরটি সুশৃঙ্খলভাবে সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীদের মুখে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ এবং দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে দেওয়া স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে ঠাকুরগাঁওয়ে কোনো রাজনৈতিক দলের এটিই অন্যতম বৃহত্তম শোডাউন। শোডাউন পরবর্তী শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, ঠাকুরগাঁওকে চাঁদাবাজমুক্ত, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত এবং কৃষিবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জনগণ নির্বাচিত করলে দলমত, ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশের মডেল হিসেবে ঠাকুরগাঁওকে গড়ে তুলবেন।

দেলাওয়ার বলেন, আমরা এমন একটি ঠাকুরগাঁও গড়তে চাই যেখানে কোনো চাঁদাবাজের স্থান হবে না। সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়াই আমাদের লক্ষ্য।

ঠাকুরগাঁওয়ের কৃষি ও কৃষকদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সার নিয়ে দীর্ঘদিন ধরে চলা সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। কৃষকরা যাতে সরাসরি এবং ন্যায্যমূল্যে সার পায়, সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করে কৃষকের মুখে হাসি ফোটানো হবে।

বেকার সমস্যা সমাধানে গুরুত্ব দিয়ে দেলাওয়ার হোসেন বলেন, ঠাকুরগাঁওয়ের হাজারো বেকার যুবকের কর্মসংস্থানের জন্য আমরা কার্যকর উদ্যোগ গ্রহণ করব। যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে বেকারত্ব দূরীকরণই হবে আমাদের অগ্রাধিকার।

সমাবেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে ছাত্রশিবিরের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি বলেন, দলমত, ধর্ম-বর্ণ জাতি-গোষ্ঠী নির্বিশেষে ঠাকুরগাঁও হবে সবার মানুষের নিরাপদ আশ্রয়স্থল। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্ভয়ে তাদের ধর্মকর্ম পালন করতে পারেন এবং নিরাপদে বসবাস করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করব। কোনো অপশক্তি যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে ব্যাপারে জামায়াতে ইসলামী সজাগ থাকবে।

নারীদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, নারীদের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক ঠাকুরগাঁও উপহার দেওয়া হবে। তারা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন, সেই সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করা হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন আহমেদ প্রধান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ, শহর আমির অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান শাহ শামীম, ঠাকুরগাঁও সদর উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, রুহিয়া থানা আমির আব্দুর রশিদ, ভূল্লি থানা আমির আব্দুর রহমান প্রমুখ।

রংপুর-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে মশাল মিছিল

জামায়াত প্রার্থীর ৩ হাজার মোটরসাইকেলের শোডাউন

খুনি হাসিনা আমাকে বিনা দোষে ফাঁসিতে ঝুলিয়ে মারতে চেয়েছিল

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দলের নেতার

সাঘাটায় হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি পরালেন বিএনপির প্রার্থী

উত্তরা ইপিজেডে বন্ধ কোম্পানি চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন

রেলওয়ের জায়গায় বহুতল ভবন, বিএনপি নেতাসহ দুইজনের বিরুদ্ধে মামলা

গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাসেবা ও ওষুধ না পেয়ে ক্ষুব্ধ রোগীরা

চিলমারীতে স্কুলের রাস্তা বন্ধ গাছতলায় পাঠদান

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে