হোম > সারা দেশ > সিলেট

হাওর বাঁচাতে নদী খনন ও ইজারা প্রথা বাতিলের দাবি

উপজেলা প্রতিনিধি, ধর্মপাশা (সুনামগঞ্জ)

হাওরাঞ্চলের নদী-খাল অবিলম্বে খনন, ইজারা প্রথা বাতিল, কৃষি উপকরণের মূল্য নিয়ন্ত্রণ এবং উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ কৃষক সংগ্রাম সুনামগঞ্জ জেলা সম্মেলন শনিবার সকাল ১১টায় ধর্মপাশার বাদশাগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে কৃষক নেতারা অংশ নেন।

সংগঠনের জেলা সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন তালুকদার এর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মো. ফিরোজ আলমের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা সভাপতি রত্নাংকুর দাস জহর। প্রধান অতিথি ছিলেন কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান কবির।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কামরুল হক লিকু, ময়মনসিংহ জেলা সভাপতি কামরুজ্জামান সাজ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যুগ্ম সম্পাদক তফাজ্জল হোসেন, এনডিএফ সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ছয়ফুল আলম সদরুল এবং গণতান্ত্রিক মহিলা সমিতির ময়মনসিংহ জেলার আহ্বায়ক বাবলিআকন্দ।

শুভেচ্ছা বক্তব্য দেন এনডিএফ ধর্মপাশা উপজেলা সভাপতি নূর উদ্দিন আহমেদ, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের সভাপতি কবির আহমেদ ও জাতীয় ছাত্রদলের উপজেলা আহ্বায়ক সুলতান উদ্দিন।

নেতৃবৃন্দ দাবি করেন, মার্কিন সাম্রাজ্যবাদের কৌশলগত স্বার্থ রক্ষায় ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশের বন্দর-করিডর বিদেশি শক্তির হাতে তুলে দিচ্ছে—যা দেশকে সংকট ও সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। শ্রমিক–কৃষক–জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনই এ পরিস্থিতি মোকাবিলার একমাত্র পথ বলে মন্তব্য করেন বক্তারা।

সম্মেলনে অ্যাডভোকেট নিরঞ্জন তালুকদারকে সভাপতি, সাইফুল ইসলাম ছদরুলকে সাধারণ সম্পাদক এবং সামসুল আলমকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট সুনামগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়।

সিলেটের ৬টি আসনে ৩৩ প্রার্থীদের প্রতীক বরাদ্দ

তারেক রহমানের সফর ঘিরে বর্ণিল সাজে সিলেট নগরী

ওসমানীনগরে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের তথ্য এখনো অজানা

তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত হবিগঞ্জবাসী

জোট প্রার্থীর সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করলেন খেলাফত নেতা

এবি পার্টির তালহা আলমের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

শ্রীমঙ্গলে বেড়েছে তীব্র শীতের প্রকোপ, তাপমাত্রা ১১.৭ ডিগ্রি

সিলেট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন যারা

তারেক রহমানের সফর ঘিরে সিলেটে নিরাপত্তাব্যবস্থা জোরদার

সিলেটে বিচার বিভাগের স্মরণ সভা ও দোয়া মাহফিল