সুনামগঞ্জ-১ (তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ) আসনে জোরালো হচ্ছে মনোনয়নবঞ্চিত কামরুজ্জামান কামরুলের মনোনয়ন পুনর্মূল্যায়নের দাবি। গত ৩ নভেম্বর বিএনপির গুলশান কার্যালয়ে প্রাথমিক প্রার্থীদের নাম ঘোষণার পর প্রতিদিন এ আসনের কোথাও না কোথাও হচ্ছে মিটিং, মিছিল ও সমাবেশ।
ইতিমধ্যে এ আসনের ৪ উপজেলায় তাহিরপুর সদর, শ্রীপুর বাজার, সুলেমানপুর বাজার, পৈন্ডুব বাজার, কলাগাও, কাউকান্দি নতুন বাজার, বাগলি, বাদাঘাট বাজার, ধর্মপাশা সদর, সানবাড়ি, বড়ই,লালবাজার, ভীমখালি, বংশিকুন্ডা দক্ষিণ, বলরামপুরসহ কমপক্ষে অর্ধশতাধিক হাটবাজারে কামরুলের মনোনযন পুনর্মূল্যায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুজিবুর মজুমদার বলেন, কামরুজ্জামান কামরুল ছাত্রদল থেকে এখনো বিএনপির রাজনীতি করছেন। দলের নেতাকর্মীসহ সাধারণ লোকজন তার সাথে আছে, দল তাকে মূল্যায়ন না করে ভুল করেছে।
তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্ব্বল বলেন, আওয়ামী দুঃশাসনে সুনামগঞ্জ জেলায় রাজপথে তার সাহসী ভূমিকা সবার চোখে পড়ার মতো। কিন্তু দল কেনো এ রকম একজন ত্যাগী নিবেদিত নেতাকে মূল্যায়ন করতে পারেনি এটা আমার কোনোভাবেই বোধগম্য হচ্ছে না।
মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান বলেন, ৫ আগস্ট আগে যে মানুষটির রাজপথে ভূমিকা সবচেয়ে বেশি সেই মানুষটিকেই মনোনয়ন না দিয়ে দল দূরে ঠেলে দিচ্ছে। তাকে মনোনয়ন দিয়ে অবশ্যই মূল্যায়ন করা উচিত।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনোনয়ন বঞ্চিত নেতা কামরুজ্জামান কামরুল বলেন, আমি ছাত্রদল থেকে বিএনপির রাজনীতি করি, দলের দুঃসময়ে আমি মৃত্যুর ঝুঁকি নিয়ে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি। ৫ আগস্টের পূর্বে অনেক নেতারা যখন আত্মগোপনে তখনও আমি রাজপথ ছাড়িনি। দল একজনকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে, আমার বিশ্বাস দল আমাকে পুনর্মূল্যায়ন করে চূড়ান্ত মনোনয়ন দিবে। কারণ আমার সাথে সাধারণ জনগন আছে, আমিও জনগণের ভালোবাসায় থাকতে চাই।