হোম > সারা দেশ > সিলেট

নিবার্চন থেকে সরে দাঁড়ালেন জেলা জামায়াত আমির

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমির কাজী মাওলানা মুখলিছুর রহমান। তার স্থলে নির্বাচন করবেন বিশিষ্ট সাংবাদিক অলিউল্লাহ নোমান।

সোমবার সন্ধ্যায় জেলা জামায়াতের কার্যনির্বাহী কমিটি জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত দেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের।

এ সময় মাওলানা মুখলিছুর রহমান বলেন, চুনারুঘাট ও মাধবপুরের জামায়াতের প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত হওয়ার পর থেকে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের প্রতিটি ইউনিয়নে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের অক্লান্ত সহযোগিতায় নিয়মিত গণসংযোগ ও জনসম্পৃক্ততার কাজ চালিয়ে গেছি। মাঠের মানুষ, সাধারণ ভোটার এবং আমাদের সংগঠনের কর্মীদের কাছ থেকে যে ভালোবাসা, সাড়া ও উৎসাহ পেয়েছি—তা আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। কিন্তু বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও সংগঠনের কৌশলগত বিচক্ষণতার জায়গা থেকে কেন্দ্রীয় সংগঠন এই আসনে মজলুম সাংবাদিক অলিউল্লাহ নোমানকে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার ব্যাপারে আমার সাথে পরামর্শ করে আমার সম্মতিতেই সিদ্ধান্ত নিয়েছে।

সংগঠনের সিদ্ধান্ত, দেশের স্বার্থ এবং ইসলামি রাজনৈতিক আদর্শের প্রতি আনুগত্য থেকে আমি কেন্দ্রীয় সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত ও মেনে নিচ্ছি।

আমি স্পষ্টভাবে জানাতে চাই -ব্যক্তিগত পদ-পদবি বা মনোনয়ন নয়; আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো ন্যায়নীতি, সুশাসন ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা। তাই আমি নিজে এবং আমার সহকর্মীরা পূর্বের মতোই পূর্ণ শক্তি নিয়ে দাঁড়িপাল্লার বিজয়ের জন্য মাঠে কাজ চালিয়ে যাবো। চুনারুঘাট–মাধবপুরের সকল নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার বিশেষ আবেদন— ব্যক্তিগত পছন্দ–অপছন্দ ভুলে গিয়ে বিভ্রান্তি ও আবেগের ঊর্ধ্বে উঠে সংগঠনের সিদ্ধান্তকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সাংবাদিক অলিউল্লাহ নোমান সাহেবের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করুন।

চেয়ারম্যানের জিম্মা থেকে আদলতের জব্দকৃত নৌকা উধাও

মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আটক ২১

সিলেটে জামায়াত নেতাদের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার সাক্ষাৎ

খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করেছেন: সৈয়দ ফয়সল

জামায়াত প্রার্থী হলেন সাংবাদিক অলিউল্লাহ নোমান

ভাগ্যের পরিবর্তন হচ্ছে না চা শ্রমিকদের

দারিদ্র্য বিমোচনের ছাগল বিতরণে অনিয়ম

সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট সেলিম, সেক্রেটারি মাহবুব

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিকৃবিতে ইউট্যাবের দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুস্থদের মাঝে খাবার বিতরণ