হোম > সারা দেশ > সিলেট

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর চিকিৎসককে শোকজ

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

সিলেটের ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে অবহেলা ও রোগীসেবায় উদাসীনতার অভিযোগে চিকিৎসক ডা. মাহমুদা আক্তারকে শোকজ করা হয়েছে।

৭ নভেম্বর দৈনিক আমার দেশ পত্রিকার অনলাইন সংস্করণে “দরজা বন্ধ করে চিকিৎসকের নাস্তা, বাইরে কাঁদছে অসুস্থ শিশু” শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে পরবর্তীতে হাসপাতালের তত্ত্বাবধায়ক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মঈনুল আহসান ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে শোকজ করেন।

গত ৮ নভেম্বর বিকালে শোকজ নোটিশটি প্রদান করা হয়, যেখানে পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দয়ামীর ইউনিয়নের দয়ামীর গ্রামের অস্থায়ী বাসিন্দা রাসেল আহমদ গত বৃহস্পতিবার সকালে তার অসুস্থ শিশু–পুত্র ইয়াছিন আহমদকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। আগের দিন ইপিআই টিকা নেয়ার পর শিশুটি জ্বর ও সর্দিতে আক্রান্ত হয়। সকাল সাড়ে নয়টার দিকে হাসপাতালে উপস্থিত হলেও কোনো চিকিৎসককে পাওয়া যায়নি।

দেড় ঘণ্টা অপেক্ষার পর ডা. মাহমুদা আক্তার কক্ষে প্রবেশ করেন। শিশুর অসুস্থতার কথা জানালে তিনি কোনো উত্তর না দিয়ে কক্ষের দরজা বন্ধ করে নাস্তা খেতে বসেন। অভিভাবকের অনুরোধ উপেক্ষা করে তিনি বলেন, নাস্তা শেষ না করা পর্যন্ত রোগী দেখবো না। এতে অসুস্থ শিশুটির অভিভাবকদের আরও এক ঘণ্টা অপেক্ষা করতে হয়।

এ সময় কক্ষের বাইরে আরও বেশ কয়েকজন রোগী চিকিৎসার অপেক্ষায় ছিলেন, তবে চিকিৎসক তাদের প্রতিও কোনো সাড়া দেননি।

উপজেলার সচেতন মহল মনে করেন, শোকজ কোনো শাস্তি নয়— এটি মূলত প্রশাসনিক একটি প্রাথমিক ব্যবস্থা, যার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়। কিন্তু এমন গুরুতর অভিযোগে শোকজে সীমাবদ্ধ থাকা সমস্যার স্থায়ী সমাধান নয়। তারা মনে করেন, চিকিৎসা সেবার মতো মানবিক পেশায় দায়িত্বহীন আচরণের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করলেই কেবল ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করা সম্ভব হবে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মঈনুল আহসান জানান, সংশ্লিষ্ট চিকিৎসককে শোকজ করা হয়েছে এবং তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। প্রাপ্ত জবাবের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত হবিগঞ্জবাসী

জোট প্রার্থীর সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করলেন খেলাফত নেতা

এবি পার্টির তালহা আলমের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

শ্রীমঙ্গলে বেড়েছে তীব্র শীতের প্রকোপ, তাপমাত্রা ১১.৭ ডিগ্রি

সিলেট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন যারা

তারেক রহমানের সফর ঘিরে সিলেটে নিরাপত্তাব্যবস্থা জোরদার

সিলেটে বিচার বিভাগের স্মরণ সভা ও দোয়া মাহফিল

সিলেটে গণভোটের প্রচারণায় ‘ভোটের রিকশা’ উদ্বোধন

সিলেটে আ. লীগ নেতা সাবেক এপিপি সিরাজী আটক

মনোনয়ন প্রত্যাহার না করার দাবিতে জামায়াতের প্রার্থীকে অবরুদ্ধ করে বিক্ষোভ