হোম > সারা দেশ > সিলেট

জিয়া পরিবারের জন্য দোয়া চেয়ে কান্নায় ভেঙে পড়লেন আনিসুল হক

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবারের জন্য দোয়া চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন সুনামগঞ্জ- ১ আসনে বিএনপি প্রার্থী আনিসুল হক। শুক্রবার বিকেলে জেলার তাহিরপুর উপজেলায় বাদাঘাট বাজারে তারেক রহমানের ৩১ দফা প্রচার ও নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কান্নায় ভেঙে পড়েন।

এ সময় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবার দেশের মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কোনোদিন অন্যায় কাজে আপস করেননি। তিনি দেশের মানুষের জন্য এক ছেলেকে হারিয়েছেন। আমি সেই পরিবারটির জন্য দোয়া চাই, আমাদের মা খালেদা জিয়ার জন্য দোয়া চাই।

আনিসুল হক বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বেকার যুবক-যুবতীর জন্য বেকার ভাতা চালু করা হবে। দেশের মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের ভাতার আওতায় আনা হবে। আমাদের নেতা তারেক রহমান খুব শিগগিরই দেশের ফিরবেন। তাকে সংবর্ধনা দিতে দেশের মানুষ অপেক্ষায় আছেন। তিনি হবেন আগামীর প্রধানমন্ত্রী। তিনি কথা দিয়েছেন দল ক্ষমতায় গেলে হাওরাঞ্চলের অবহেলিত মানুষের জীবন মান উন্নয়নে কাজ করবেন।

তিনি আরো বলেন, আপনারা তারেক রহমানকে ভালবাসেন। আমাকেও ভালবাসেন আমিও আপনাদের ভালবাসি। ধানের শীষকে ভালোবাসেন। ধানের শীষ উন্নয়ন ও উৎপাদনের প্রতীক। এমপি নির্বাচিত হলে হাওরের কৃষক ও জেলেদের জন্য কর্ডের মাধ্যমে ভাতার ব্যবস্থা করা হবে। জেলা শহরের সাথে প্রতিটি উপজেলার ও উপজেলার সাথে প্রতিটি ইউনিয়নের যোগাযোগব্যবস্থা উন্নত করা হবে। বেকারত্ব দূর করতে কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলা হবে।

সভায় সভাপতিত্ব করেন বাদাঘাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম শিকদার, সঞ্চালনা করেন বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রাখাব উদ্দিন, বিএনপি নেতা ফেরদৌস আলম, আবুল হুদা, রায়হান উদ্দিন, রুহুল আমিন, দক্ষিণ বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সবুজ আলম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ, তাহিরপুর উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, সদস্য সচিব আবু সাঈম, আ. গনি, মাহবুব মল্লিক, বিএনপি নেতা হাজী আব্দুস সামাদ প্রমুখ।

সিলেটের ৬টি আসনে ৩৩ প্রার্থীদের প্রতীক বরাদ্দ

তারেক রহমানের সফর ঘিরে বর্ণিল সাজে সিলেট নগরী

ওসমানীনগরে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের তথ্য এখনো অজানা

তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত হবিগঞ্জবাসী

জোট প্রার্থীর সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করলেন খেলাফত নেতা

এবি পার্টির তালহা আলমের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

শ্রীমঙ্গলে বেড়েছে তীব্র শীতের প্রকোপ, তাপমাত্রা ১১.৭ ডিগ্রি

সিলেট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন যারা

তারেক রহমানের সফর ঘিরে সিলেটে নিরাপত্তাব্যবস্থা জোরদার

সিলেটে বিচার বিভাগের স্মরণ সভা ও দোয়া মাহফিল