হোম > সারা দেশ > সিলেট

বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়া হবে

সুনামগঞ্জে ডা. শাকিলুর রহমান

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. শাকিলুর রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়া হবে স্বাস্থ্যসেবা। আমরা যেন প্রান্তিক প্রর্যায়ে কাজ করছি। দেশের প্রান্তিক পর্যায়ের কোনো মানুষও যেন চিকিৎসার সেবার বাইরে না থাকে। সবাইকে সমানভাবে চিকিৎসা সেবা দিতে হবে। আপনারা জানেন বিএনপির ৩১ দফা কর্মসূচিতেও স্বাস্থ্যসেবার কথা বলা হয়েছে। স্বাস্থ্যসেবার বিষয়টি আপনাদেরকে জনগণের কাছে তুলে ধরতে হবে।

শনিবার দুপুরে জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে সদর হাসপাতাল কনফারেন্স রুমে সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ডা. শাকিলুর রহমান। ‘সবার জন্য স্বাস্থ্য এবং সর্বজনীন চিকিৎসা, আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে ড্যাব’র সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সদর হাসপাতালের আরএমও ডা. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ডা. শরিফ সরকার, শুরুতে কুরআন তেলাওয়াত করেন ডা. এনামুল হক খান।

ডা. সালমান আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাকিব আবদুল্লাহ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ নাফি মাহদী। এ সময় বক্তব্য রাখেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, ডা. সৌদিয়ার হোসেন, ডা. হাফিজুর রহমান তানভীর, ডা. নিশাত তাসনীম, ডা. সৈয়দ মারজান আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শাকিলুর রহমান বলেন, সুনামগঞ্জ জেলায় দীর্ঘদিন ধরে ড্যাবের কার্যক্রম নেই। আজকে ড্যাবের এই পূর্ণ জাগরণ দেখে আমরা অত্যন্ত আনন্দিত। একইসাথে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা আপনাদের মাধ্যমে সুনামগঞ্জেও ড্যাবের শক্তিশালী ভূমিকা দেখতে চাই।

তিনি আরো বলেন, আপনারা সর্বোচ্চ সংখ্যক সদস্য সংগ্রহ করার চেষ্টা করবেন। যারা কাজ করতে পারে, যারা ড্যাবকে শক্তিশালী করতে ভূমিকা রাখতে পারবেন তাদের নিয়েই আগামী কমিটি গঠন করা হবে। কাজের মাধ্যমেই সকলকে মূল্যায়ন করা হবে। আমাদের সকলের অংশগ্রহণে চিকিৎসা সেবার মান উন্নয়ন করতে চাই। যারা অন্যান্য রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন তাদেরকে কোনো ভাবেই ড্যাবের সদস্য করা হবে না।

ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাকিব আবদুল্লাহ চৌধুরী বলেন, বিগত সকল সরকারের আমলে সুনামগঞ্জ জেলাকে ডাম্পিং সেন্টার হিসেবে রাখা হয়েছে। এই জেলায় ডাক্তারদের পানিশমেন্ট হিসেবে বদলি করে পাঠানো হয়। বদলি হয়ে আসার পর সেইসব ডাক্তার সাপ্তাহে ১ দিন কিংবা ২ দিন কর্মস্থলে আসেন। কখনও কখনও কর্মস্থলে আসেনও না।’

তিনি আরো বলেন, আমরা ইতিমধ্যে সুনামগঞ্জের চিকিৎসার মান উন্নয়নের ব্যাপারে কথা বলেছি। সিলেটের কথা আসলেই সুনামগঞ্জের কথা আসে আমরা সুনামগঞ্জকে নিয়ে ভাবছি। আমাদের বিশ্বাস ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দল আবার ক্ষমতায় আসবে। ক্ষমতায় আসলে সুনামগঞ্জের চিকিৎসার মান উন্নয়নে আমরা কাজ করবো। চিকিৎসকদের যেকোনো প্রয়োজনে ড্যাবের ভূমিকা থাকবে। আমাদের প্রধান পৃষ্টপোষক তারেক রহমান আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন, খৌঁজ খবর নিচ্ছেন। আমরা ড্যাবকে শক্তিশালী করতে চাই। আমরা সবাইকে নিয়েই কাজ করতে চাই।

উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নতুন সদস্যদের হাতে সদস্য ফরম বিতরণ করেন। এসময় জেলার বিভিন্ন পর্যায়ের কর্মরত ডাক্তারগণ উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ- ৩ আসনে নির্বাচনি প্রচারে এবি পার্টির তালহা আলম

তারেক রহমানের জন্য প্রস্তুত শায়েস্তাগঞ্জ

সিলেটের আলিয়া মাঠে বিএনপির নির্বাচনি সমাবেশ শুরু

দ্য প্ল্যান নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তারেক রহমান

‎শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুনামগঞ্জে শিবিরের বিক্ষোভ

মৌলভীবাজার- ৪ আসনে ফুটবল প্রতীক পেলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী

সিলেটের ৬টি আসনে ৩৩ প্রার্থীদের প্রতীক বরাদ্দ

তারেক রহমানের সফর ঘিরে বর্ণিল সাজে সিলেট নগরী

ওসমানীনগরে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের তথ্য এখনো অজানা