হোম > সারা দেশ > সিলেট

ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ বিএনপির নেতাকর্মীরা

সুনামগঞ্জ- ১ আসনে আনিসুলের সমর্থনে

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জ-১ আসনে ধর্মপাশায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপি প্রার্থী আনিসুল হকের সমর্থনে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সভায় এ ঘোষণা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল মোতালিব খান।

তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে গণতন্ত্র ও মানুষের অধিকারের পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গত ১৬ বছর আমরা আন্দোলন, সংগ্রাম করেছি। জেল, জুলুম খেটেছি। ভোটাধিকার ছিলো না। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে গেছে। দেশে ভোটাধিকার ফিরে আসছে। এখন প্রয়োজন ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া। তাই সব ভেদাভেদ ভুলে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে মিছিল করেছি। দলের ক্ষতি হোক আমি চাইনা। বিভক্তি দলকে ক্ষতি করে। সবাইকে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার আহবান জানান তিনি।

ধর্মাপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্রো বলেন, ধর্মপাশা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ধানের শীষের মনোনীত প্রার্থী আনিসুল হকের লক্ষে সকল মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছি। দলে কোন ধরনের বিভক্তি হোক আমরা তা চাই না৷ আমরা মনে করি ব্যক্তির চেয়ে দল বড়৷ দলের চেয়ে দেশ বড়৷ এজন্য সকল ভেদাভেদ ভুলে ধর্মপাশা বিএনপি সকল স্তরের নেতাকর্মীরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে গণমিছিল করেছি।

সভায় আরো বক্তব্য রাখেন, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস. এম. রহমত, সদস্য মাজহারুল ইসলাম, আফসার আলী চন্দন পীর, ডা. নুরুল আমিন, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. সাইফুর রহমান কামাল এবং আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারি, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ, কৃষক দলের সভাপতি ডা. ফারুক, সাধারণ সম্পাদক কবির মজুমদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন, সদস্য সচিব জনাব তুফায়েল আহমেদ সুহাগ, মৎস্যজীবী দলের সভাপতি মিশর, সাধারণ সম্পাদক রুমান মেম্বারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আমি জীবনে একবারই নির্বাচন করব: শিশির মনির

মৌলভীবাজারে জামায়াতসহ ৮ দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ উৎসবমুখর পরিবেশে চলছে রেড ক্রিসেন্টের ভোট

‘শান্তিগঞ্জ মডেল’ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ব্যাপক পরিবর্তন ঘটবে

আ.লীগের ভোটারদের নিরাপত্তা দেবে বিএনপি: বললেন ধানের শীষের প্রার্থী

দুই ঘণ্টা ধরে বিকল কালনী এক্সপ্রেসের ইঞ্জিন, যাত্রীদের ভোগান্তি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

গৃহবিবাদে বিভক্ত বিএনপি, অবস্থান সংহত জামায়াতের

সিলেট বিভাগে নারীসহ ৪ নতুন পুলিশ সুপার নিয়োগ

বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুলের মোটরসাইকেল শোডাউন