একীভূত প্রক্রিয়ায় থাকা পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দিতে একটি বিশেষ স্কিম অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই স্কিমের অনুমোদন দেন। আগামীকাল মঙ্গলবার সার্কুলার আকারে এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, স্কিম অনুযায়ী আমানত বিমার আওতায় গ্রাহকরা প্রথম ধাপে দুই লাখ টাকা উত্তোলন করতে পারবেন। দুই লাখ টাকার বেশি আমানত থাকলে, প্রাথমিক উত্তোলনের পর প্রতি তিন মাস অন্তর এক লাখ টাকা করে তোলার সুযোগ পাবেন। পাশাপাশি, এই পাঁচ ব্যাংকের আমানতকারীরা নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তাদের মোট আমানতের বিপরীতে ২০ শতাংশ পর্যন্ত ঋণ বা বিনিয়োগ নিতে পারবেন।
সূত্র জানায়, গ্রাহকদের এক বছর থেকে চার বছর মেয়াদি এফডিআরের সময়সীমা এক বছর করে বাড়ানো হবে। পাঁচ বছর মেয়াদি এফডিআর অপরিবর্তিত থাকবে। তিন মাস মেয়াদি এফডিআর বাড়িয়ে নয় মাস এবং ছয় মাস মেয়াদি এফডিআর এক বছর মেয়াদে উন্নীত করা হয়েছে। নির্ধারিত মেয়াদ পূর্তির পরই গ্রাহকরা এফডিআরের অর্থ ফেরত পাবেন। তবে নতুন ব্যাংক চালু হওয়ার পর গ্রাহকরা তাঁদের মোট আমানতের বিপরীতে ২০ শতাংশ স্বল্পমুনাফায় বিনিয়োগ নিতে পারবেন এবং আমানতের বিপরীতে নির্ধারিত মুনাফাও পাবেন।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, গ্রাহকরা যেন তাৎক্ষণিকভাবে কিছু অর্থ পান—এই উদ্দেশ্যেই আমানতের বিপরীতে ঋণ দেওয়ার ব্যবস্থা চালু করা হচ্ছে।
এদিকে সোমবার বাংলাদেশ ব্যাংকে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকটির চেয়ারম্যান আইয়ুব মিয়া। এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর, নতুন ব্যাংকের পরিচালক এবং কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একীভূত প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এরই মধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বোর্ড সভায় উপস্থিত এক কর্মকর্তা জানান, স্কিম অনুযায়ী চলতি সপ্তাহ থেকেই আমানত ফেরত দেওয়া শুরু হবে। এ লক্ষ্যে পাঁচটি ব্যাংকের আইটি সিস্টেম প্রস্তুত করা হয়েছে। প্রথম ধাপে ব্যক্তি আমানতকারীরা সঞ্চয়ী হিসাব থেকে অর্থ উত্তোলন করতে পারবেন।
তিনি আরও জানান, চলতি সপ্তাহেই পাঁচটি ব্যাংকের শাখায় নতুন ব্যাংকের সাইনবোর্ড স্থাপন করা হবে। তবে সম্পদ ও দায় স্থানান্তরের কাজ রেজল্যুশন স্কিম অনুযায়ী ধাপে ধাপে সম্পন্ন হবে। এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত প্রশাসকরা দায়িত্ব পালন করবেন।
একই সঙ্গে পাঁচটি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা এবং অনিয়মে জড়িত না থাকার শর্ত সাপেক্ষে নতুন ব্যাংকে আত্মীকরণ করা হবে। শেষ সময়ে দেওয়া গণ-পদোন্নতিগুলো পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি।
আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে অর্থ উপদেষ্টাকে প্রধান অতিথি করে ব্যাংকটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি অভিজ্ঞ ও তরুণ আলেমদের সমন্বয়ে তিন সদস্যের একটি শক্তিশালী শরিয়াহ বোর্ড গঠন করা হবে।
নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় রাজধানীর সেনাকল্যাণ ভবনে স্থাপন করা হয়েছে। ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা এবং আমানত বিমা তহবিল থেকে আসবে ১৫ হাজার কোটি টাকা। ব্যাংকটির অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।