হোম > বাণিজ্য

বাণিজ্যিক যাত্রা শুরু করল বিএসসির ‘এমভি বাংলার প্রগতি’

অর্থনৈতিক রিপোর্টার

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নতুন জাহাজ ‘এমভি বাংলার প্রগতি’ চীনের জিংজিয়াং আন্তর্জাতিক বন্দর থেকে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে।

সোমবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টায় বাণিজ্যিক যাত্রার মাধ্যমে দেশের নৌপরিবহন খাতে যুক্ত হলো আধুনিক প্রযুক্তিনির্ভর আরো একটি সক্ষম জাহাজ।

৬৩ হাজার ৫০০ টন পণ্য বহনে সক্ষম জাহাজটি ১৯৯ মিটার লম্বা, ৩৩ মিটার প্রস্থ ও ১৮ মিটার গভীরতার। এটি সম্পূর্ণ আন্তর্জাতিক মানে নির্মিত এবং সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করছে আন্তর্জাতিক সমুদ্রপথে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ‘এমভি বাংলার প্রগতি’ প্রথম বাণিজ্যিক যাত্রায় রওনা দিয়েছে। এটি নিঃসন্দেহে বিএসসির পাঁচ দশকেরও বেশি সময়ের ইতিহাসে একটি বড় অর্জন।

তিনি আরো জানান, ৩৮ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে জাহাজটি বিএসসির নিজস্ব অর্থায়নে ক্রয় করা হয়েছে। এর মাধ্যমে সরকারি ও আন্তর্জাতিক পণ্য পরিবহনে সক্ষমতা আরো বাড়বে। সরকার আশা করছে, নতুন এ জাহাজ থেকে বছরে প্রায় ১০০ কোটি টাকা রাজস্ব আয় হবে।

বিএসসি সূত্রে জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরে বহরে আরো একটি নতুন জাহাজ যুক্ত হওয়ার কথা রয়েছে, যেখান থেকেও সমপরিমাণ আয় প্রত্যাশা করা হচ্ছে। নতুন জাহাজ সংযোজনের ফলে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরো শক্তিশালী ও লাভজনক হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নতুন কেনা সমুদ্রপথে চলাচল করা দুটি জাহাজের একটি ‘এমভি বাংলার প্রগতি’ গত বৃহস্পতিবার বুঝে নিয়েছে সংস্থাটি। জাহাজটি বুঝে নেওয়ার চার দিনের মাথায় গতকাল সোমবার থেকে হংকং-ভিত্তিক একটি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী জাহাজটি ভাড়া বাবদ প্রতিদিন ২০ হাজার ডলার বা ২৪ লাখ ৪০ হাজার টাকা পাবে বিএসসি।

বিএসসির বহরে বর্তমানে পাঁচটি জাহাজ রয়েছে। এর মধ্যে তিনটি তেল পরিবহন করা ট্যাংকার এবং দুটি সাধারণ পণ্য পরিবহনের বাল্ক জাহাজ। নতুন দুটি জাহাজের একটি যুক্ত হওয়ায় এখন সংস্থাটির বহরে জাহাজের সংখ্যা বেড়ে ছয়টি হয়েছে।

হালাল পণ্য রপ্তানিতে পাকিস্তানের সঙ্গে বিএসটিআইয়ের চুক্তি

বড় লোকসানে প্রিমিয়ার ব্যাংক

দেশের সর্ববৃহৎ ভাসমান সৌরবিদ্যুৎ প্ল্যান্ট এখন ওয়ালটনে

আল আরাফাহ ইসলামী ব্যাংকের এমডিকে অপসারণ

৫০ নিরীক্ষককে এফআরসি কাউন্সিলের জরিমানা

আবারও কমল স্বর্ণের দাম

২৫ দিনে প্রবাসীরা পাঠালেন ২৫ হাজার কোটি টাকা

এমটিবির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২৬ বছর পূর্তি উদযাপন করলো প্রিমিয়ার ব্যাংক

নতুন পে স্কেল নিয়ে ৪ সংগঠনের সঙ্গে বসছে কমিশন