হোম > বাণিজ্য

ভুখা পেটে আর কতদিন পড়াবেন শিক্ষকরা: অর্থ উপদেষ্টা

অর্থনৈতিক রিপোর্টার

ফাইল ছবি

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সামাজিক খাতে অর্থায়নের ক্ষেত্রে সরকার বড় ধরনের সংকটের মধ্যে রয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর কথা সবাই বলছে কিন্তু সরকারের কাছে অর্থ কোথায়। অনেকে বলে শিক্ষকরা ঠিক মতো পড়ান না। কিন্তু তারা কত টাকা বেতন পান; ভুখা পেটে আর কতদিন পড়াবেন।

সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএসই ভবনে আয়োজিত সেমিনারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান, বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এতে বক্তব্য রাখেন। বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এতে সভাপতিত্ব করেন।

অর্থ উপদেষ্টা আরও বলেন, সরকারের অর্থায়নের অভাব রয়েছে। সরকারের লোকজন সব সময় বলে এটা দেন, সেটা দেন কিন্তু সরকারের রাজস্ব আদায় খুবই কম। আমাদের কর-জিডিপি অনুপাত খুবই কম, মাত্র ৭.২ শতাংশ। মানুষ কর দেয় কিন্তু সেবা পায় না। এজন্য কর দেয়ারক্ষেত্রে মানুষের আগ্রহ কম দেখা যায়। এজন্য আমরা এনবিআরের লোকদের সেবা বাড়ানোর কথা বলছি যাতে মানুষ কর দিতে উৎসাহবোধ করেন।

তিনি বলেন, অর্থায়নের জন্য ট্যাক্স নির্ভরতা থেকে বের হয়ে শেয়াবাজারে যেতে হবে। এক্ষেত্রে সুকুক মার্কেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মালয়েশিয়া সুকুক মার্কেটে খুবই শক্তিশালী অবস্থানে রয়েছে। আমাদেরকেও সেভাবে এগুতে হবে।

তিনি আরো বলেন, সুকুক বন্ড ইস্যুর ক্ষেত্রে অবশ্যই অ্যাসেট বেইসড হতে হবে, যাতে বিনিয়োগকারীরা এ থেকে রিটার্ন পায়। যদি ভালো রিটার্ন পাওয়া যায় তাহলে বিনিয়োগকারীরা এতে আগ্রহী হবে। বেক্সিমকোর সুকুক বন্ডের বিষয়টি উল্লেখ করে উপদেষ্টা বলেন, সুকুক বন্ড নিয়ে যাতে কোন অনিয়ম না হয় সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে।

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?

লক্ষ্যচ্যুত বাণিজ্যমেলা এখন বিনোদন কেন্দ্র

আরো ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

টেক্সটাইল মিল বন্ধের কর্মসূচি স্থগিত

নতুন অধ্যাদেশ জারি, ঋণগ্রহীতাই ব্যাংকের মালিক

আয়কর রিটার্ন দাখিলের সময় আরো বাড়ল

আলুর ন্যায্যমূল্য না পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষক, প্রণোদনা দেবে সরকার

ঋণখেলাপিদের নাম ও ছবি প্রকাশের দাবি জানিয়ে গভর্নরকে চিঠি

রমজান উপলক্ষে এক কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

তিন আর্থিক প্রতিষ্ঠান এখনই বন্ধ হচ্ছে না