হোম > বাণিজ্য

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ব্যয় বাড়লো সাড়ে ২৫ হাজার কোটি টাকা

একনেকে ২৫ প্রকল্প অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সর্বশেষ সভায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ব্যয় ২৫ হাজার ৫৯২ কোটি টাকা বাড়ানো হয়েছে, তাতে খরচ ১ লাখ ১৩ হাজার ৯২ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৫ টাকায়।

রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে ব্রিফিং করেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, ব্যয় বৃদ্ধির পুরো অর্থই প্রকল্প ঋণ থেকে আসবে। ডলারের তুলনায় ব্যয় খুব বেশি না বাড়লেও টাকার হিসাবে অঙ্কটি বড় মনে হচ্ছে।

পরিকল্পনা উপদেষ্টা আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নে ব্যর্থ হলে সরকারি অর্থায়ন বন্ধ করা হবে। অন্তর্বর্তী সরকার সীমিত পরিসরে প্রয়োজনীয় সংশোধনী ও ব্যয় সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মূল উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ব্যয় ধরা হয়েছিল ১ লাখ ১৩ হাজার ৯২ কোটি টাকা। প্রস্তাবিত প্রথম সংশোধিত ডিপিপিতে ব্যয় ২২ দশমিক ৬৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের সময়সীমা ২০২৪ সালের পরিবর্তে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সরকারের নিজস্ব অর্থায়নের অংশ ১৬৬ কোটি টাকা কমানো হয়েছে। ফলে সরকারের অংশ দাঁড়াবে ২১ হাজার ৮৮৬ কোটি টাকা। অপরদিকে প্রকল্প ঋণের পরিমাণ বেড়ে হয়েছে ১ লাখ ১৬ হাজার ৭৯৯ কোটি টাকা, যা আগে ছিল ৯১ হাজার ৪০ কোটি টাকা। রাশিয়ার সহযোগিতায় বাস্তবায়নাধীন এ বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটির আয়ুষ্কাল ধরা হয়েছে ৬০ বছর, প্রয়োজনে যা আরও ২০ বছর বাড়ানো যাবে।

একনেক সভায় রূপপুর বিদ্যুৎকেন্দ্র ও স্বাস্থ্য খাতের বড় প্রকল্প হিসেবে উত্তরাঞ্চলের মানুষের জন্য ১ হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী সাধারণ হাসপাতাল স্থাপনসহ ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে মোট ২৫টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে নতুন প্রকল্প ১৪টি, সংশোধিত প্রকল্প ৬টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প ৫টি। প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৩২ হাজার ১৮ কোটি ৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ২৯১ কোটি ৭৮ লাখ টাকা। এসব প্রকল্পের মোট ব্যয়ের অর্ধেকের বেশি এককভাবে রূপপুর প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে।

সভায় পানিসম্পদ মন্ত্রণালয় ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের একাধিক প্রকল্প অনুমোদনের প্রস্তাব উপস্থাপন করা হয়। পানিসম্পদ খাতের প্রকল্পগুলোর লক্ষ্য নদীভাঙন প্রতিরোধ, পানি ব্যবস্থাপনার উন্নয়ন এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলা। অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের অধীনে ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট’-এর প্রথম ধাপও অনুমোদনের তালিকায় রয়েছে।

এছাড়াও অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতায় আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ এবং জেলা সড়ক উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে চট্টগ্রাম নগরীর লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কার্যক্রম অনুমোদিত হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রকল্পসমূহের আওতায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে শক্তিবৃদ্ধি এবং পার্বত্য অঞ্চলে পর্যটন সুবিধা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের অধীনে স্যানিটেশন খাতে নারী উদ্যোক্তা সৃষ্টি এবং কুমিল্লা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, নৌ-পুলিশ স্থাপনা, ট্রাফিক ইউনিট এবং হাইওয়ে থানা নির্মাণের পরিকল্পনা অনুমোদন পায়।

রেলপথ খাতে দোহাজারী হয়ে রামু অতিক্রম করে কক্সবাজার পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্প সংশোধিত আকারে অনুমোদিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় ৬৪ জেলায় প্রশিক্ষণের মাধ্যমে ফ্রিল্যান্সিংভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বাস্থ্য খাতে এক হাজার শয্যার বাংলাদেশ–চীন মৈত্রী জেনারেল হাসপাতাল স্থাপন এবং পুষ্টি সেবা উন্নয়ন কর্মসূচি অনুমোদন লাভ করে। কৃষি মন্ত্রণালয়ের অধীনে সবুজায়ন কার্যক্রম এবং শিল্পভিত্তিক উৎপাদন প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে।

সভায় আরও জানানো হয়, ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১০টি প্রকল্প ইতোমধ্যে অনুমোদনের বিষয় একনেককে অবহিত করা হয়েছে। একইসঙ্গে নাম পরিবর্তন ও সমাপ্তি সভায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি’র নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি’ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ ও অবলোকন কেন্দ্র এবং খুলনা নভোথিয়েটার প্রকল্প দুটি অসমাপ্ত রেখেই সমাপ্ত করার বিষয়ে অবহিত করা হয়।

২৪ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ২২১ কোটি টাকা

আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ

একনেকে ৪৫ হাজার কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

দ্বৈত কর পরিহার চুক্তি নিয়ে এনবিআরের তৎপরতা

টালমাটাল সোনার বাজার, অনিশ্চয়তায় ক্রেতা-বিক্রেতা

১২ ঘণ্টার ব্যবধানে বাড়লো স্বর্ণের দাম

টাকা ফেরত পাবেন ৯ আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীরা

টানা উত্থানের পর কিছুটা কমল স্বর্ণের দাম

সুপারিশ বাস্তবায়ন না হলে ফেব্রুয়ারিতে স্পিনিং মিল বন্ধের ঘোষণা

পরিচালকদের টানা তিন মাসের বেশি ছুটি নয়