হোম > বাণিজ্য

জিডিপির প্রবৃদ্ধি কমে ৩.৯৭%, মাথাপিছু আয় বেড়ে ২৮২০ ডলার

চলতি অর্থবছর

অর্থনৈতিক রিপোর্টার

চলতি অর্থবছরের শুরু থেকেই দেশে রাজনৈতিক অস্থিরতা শঙ্কার মধ্যে ছিল। আওয়ামী লীগ সরকারের পালিয়ে যাওয়ার পর ভঙ্গুর অর্থনীতি আরো ভেঙে পড়ে। রাজনৈতিক অস্থিরতার প্রভাব দেশের মোট দেশজ উৎপাদন তথা জিডিপিতে পড়েছে।

সাময়িক হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৯৭ শতাংশে দাঁড়িয়েছে। এর আগের অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ২২ শতাংশ। তবে এ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি কমলেও মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৮২০ ডলার হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চলতি অর্থবছরের জিডিপির সাময়িক হিসাব প্রকাশ করেছে।

অর্থনীতিবিদরা বলছেন, সামগ্রিকভাবে অর্থনীতির বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ, বিশেষ করে উচ্চ মূল্যস্ফীতি এবং বিনিয়োগ প্রত্যাশিত মাত্রায় না বৃদ্ধি পাওয়ার কারণে এ প্রবৃদ্ধির হার প্রতিফলিত হয়েছে। তবে বিনিয়োগের গুরুত্ব অপরিসীম। বর্তমানে বিনিয়োগ স্তিমিত রয়েছে এবং গত নয় মাসে বিনিয়োগের প্রবৃদ্ধি নেতিবাচক অবস্থায় রয়েছে।

চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৩ দশমিক ৩ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল বিশ্বব্যাংক। রাজনৈতিক অস্থিরতা ও বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও সংস্থাটি এ পূর্বাভাস দিয়েছে। ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চলতি বছরে জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলেছে, বাংলাদেশ চলতি অর্থবছরে ৩ দশমিক ৯ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে পারে।

চলতি অর্থবছরে জিডিপির আকার বেড়ে ৪৬২ বিলিয়ন ডলার হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ৫৫ লাখ ৫২ হাজার ৭৫৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। আগের অর্থবছরে (২০২৩-২৪) জিডিপির আকার ছিল ৪৫০ বিলিয়ন ডলার, দেশীয় মুদ্রায় যা ৫০ লাখ ২ হাজার ৬৫৪ কোটি টাকার সমান।

বিবিএস দেশের জনসংখ্যা, কৃষি, শিল্প, জনমিতি, অর্থনীতি, আর্থ-সামাজিক বিষয়াদি, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ ইত্যাদি সংক্রান্ত পরিসংখ্যান প্রণয়ন ও প্রকাশ করে থাকে। এর মধ্যে স্থুল দেশজ উৎপাদনসহ (জিডিপি) গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক প্রাক্কলন অন্যতম। এর আগে ২০২৩-২৪ অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসাব প্রকাশ করা হয়েছিল। বর্তমানে সাময়িকভাবে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২৪-২৫ অর্থবছরের জিডিপির সাময়িক হিসাব প্রাক্কলন করা হয়েছে।

বিবিএসের দেয়া তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৮২০ ডলারে দাঁড়িয়েছে। আগের অর্থবছরে (২০২৩-২৪) মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে মাথাপিছু আয় ৮২ ডলার বেড়েছে।

জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘জিডিপির এ হারটি প্রত্যাশিত ছিল। বিনিময় হার কিছুটা স্থিতিশীল হচ্ছে, বিদেশি মুদ্রার রিজার্ভ পতন রোধ করে বাড়ছে, রেমিটেন্স বাড়ছে, রপ্তানি আয়ের প্রবৃদ্ধিও দুই অঙ্কের কাছাকাছি আছে। তবে প্রবৃদ্ধির জন্য যেটি গুরুত্বপূর্ণ ছিল তা হলো বিনিয়োগ। বিনিয়োগ এখনও পর্যন্ত স্তিমিত আছে।’

তিনি আরো বলেন, ‘বিনিয়োগের প্রবৃদ্ধি গত নয় মাসে নেতিবাচক প্রবৃদ্ধিতে আছে। বেসরকারি ঋণের প্রবৃদ্ধির হারও স্তিমিত রয়েছে। তবে এখন প্রকৃত প্রবৃদ্ধিই প্রকাশ করা হচ্ছে। সামগ্রিকভাবে অর্থনীতির বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ, বিশেষ করে উচ্চ মূল্যস্ফীতি এবং বিনিয়োগ প্রত্যাশিত মাত্রায় না বৃদ্ধি পাওয়ার কারণে এ প্রবৃদ্ধির হার প্রতিফলিত হয়েছে।’

জিডিপির প্রবৃদ্ধি কমে যাওয়ার ক্ষেত্রে বিনিয়োগের বড় প্রভাব রয়েছে। বিবিএসের তথ্যানুযায়ী, এ অর্থবছরে বিনিয়োগ কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩৮ শতাংশে, আগের অর্থবছরেও তা ছিল ৩০ দশমিক ৭ শতাংশ। এছাড়া দেশজ সঞ্চয় কমে ২৩ দশমিক ২৫ শতাংশে ঠেকেছে, আগের অর্থবছর তা ছিল ২৩ দশমিক ৯৬ শতাংশ। তবে জাতীয় সঞ্চয় বেড়ে ২৯ দশমিক শূন্য ১ শতাংশে দাঁড়িয়েছে, আগের অর্থবছর তা ছিল ২৮ দশমিক ৪২ শতাংশ।

জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ৩ শতাংশ অর্থ জমা দিয়ে নিয়মিত করার সুযোগ

আবারও বাড়লো স্বর্ণের দাম

২৬ বিষয়ে সিদ্ধান্ত নিতে লাগবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন

মুখোমুখি অবস্থানে বস্ত্রকল ও পোশাকশিল্প মালিকরা

ফের বাড়ল স্বর্ণের দাম, ভাঙল অতীতের রেকর্ড

বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো নতুন ১১ প্রতিষ্ঠান

বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার রাশিয়ার

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের উদ্যোগ বাতিলের দাবি

আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ সাড়ে ২৯ হাজার কোটি টাকা

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ