হোম > বাণিজ্য

ঢাকায় আসছেন বিশ্বের শীর্ষ ক্রেতারা

প্রথমবারের মতো দেশে গ্লোবাল সোর্সিং এক্সপো

সোহেল রহমান

বাংলাদেশের রপ্তানি সম্ভাবনাকে বৈশ্বিক পর্যায়ে আরো বিস্তৃত করতে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৫’। এতে বিশ্বের শীর্ষ আমদানিকারক, সোর্সিং প্রতিনিধি, ক্রেতা ও বাণিজ্য উন্নয়ন সংস্থাগুলো অংশগ্রহণ করবে। মেলায় বাংলাদেশের রপ্তানি সম্ভাবনাময় আট খাতের পণ্য তুলে ধরা হবে।

আগামী ১ থেকে ৩ ডিসেম্বর পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত এই মেলায় বিদেশি ক্রেতাদের সঙ্গে দেশি রপ্তানিকারকদের উদীয়মান বিভিন্ন শিল্পের সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরা হবে।

ইপিবি জানায়, দীর্ঘদিন ধরে পোশাকশিল্পে শক্ত অবস্থান তৈরি করার পর বাংলাদেশ এখন চামড়াজাত সামগ্রী, তথ্যপ্রযুক্তি, কৃষিপণ্য প্রক্রিয়াজাত উৎপাদন, ওষুধশিল্প, পাটজাত সামগ্রী, ইলেকট্রনিকস ও লাইফস্টাইল পণ্যের মতো খাতে একইভাবে সক্ষমতা বাড়াচ্ছে। সরকার বাণিজ্য-বিনিয়োগে নতুন বাজার অনুসন্ধানকে গুরুত্ব দেওয়া শুরু করায় এ আয়োজনকে বিশেষভাবে কৌশলগত হিসেবে দেখা হচ্ছে।

মেলার সংগঠকরা জানিয়েছেন, রাজধানীতে অনুষ্ঠিতব্য এই এক্সপোতে এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ বিভিন্ন অঞ্চলের আমদানিকারক, সোর্সিং প্রতিনিধি, ক্রেতা ও বাণিজ্য উন্নয়ন সংস্থাগুলো অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে। ইতোমধ্যে মালয়েশিয়ার ম্যাট্রেড, ভিয়েতনামের ভিয়েট্রেড, পাকিস্তানের টিডিএপি ও শ্রীলঙ্কার এসএলইডিবি ছাড়াও বেশ কয়েকটি দেশের সরকারি প্রতিনিধিদল এবং ব্যবসায়ী চেম্বার অংশগ্রহণের বিষয়ে নিশ্চিত করেছে। এতে দেশি উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজারে প্রবেশের সম্ভাব্য পথগুলো সরাসরি অনুসন্ধান করতে পারবেন।

সংগঠকরা আরো জানান, মেলায় থাকবে আলাদা বি-টু-বি সেশন ও বিশেষ ব্যবসা ফোরাম, যেখানে বিদেশি ক্রেতা ও দেশি উৎপাদকরা তাদের প্রয়োজন এবং সক্ষমতা নিয়ে আলোচনা করতে পারবেন। আয়োজকদের মতে, এসব কার্যক্রম বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি রপ্তানি পণ্যের পরিচিতি বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে। সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোও এতে অংশ নেবে, যাতে আগ্রহী প্রতিষ্ঠানগুলো নীতিগত সহায়তা সম্পর্কে ধারণা পায়।

অংশগ্রহণকারীরা মনে করেন, বাংলাদেশের নতুন খাতগুলোকে আন্তর্জাতিক ক্রেতাদের সামনে উপস্থাপন করার এটি যথোপযুক্ত সময়। বিশেষজ্ঞদের মতে, বাজার সম্প্রসারণে এ ধরনের আয়োজন দীর্ঘমেয়াদে রপ্তানিমুখী শিল্পকে আরো গতিশীল করে তুলবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

প্রতি শুক্রবার লাক্স সুপার স্টার

নগদে ফিরে আসলে বা নতুন অ্যাকাউন্ট খুললে, ক্যাশব্যাকসহ সারপ্রাইজ গিফট

দেশের রিজার্ভ আরো বাড়লো, এখন কতো বিলিয়ন ডলার

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বাণিজ্যিক ব্যাংকের এমডি হতে পারবেন

রমজানে খেজুরের দাম কমাতে চায় সরকার

ব্যাংকের এমডি হতে লাগবে ২৫ বছরের অভিজ্ঞতা

‘সরকারি ক্রয়ে ক্ষুদ্র উদ্যোক্তার অংশগ্রহণ বাড়লে ১০ লাখ নতুন কর্মসংস্থান সম্ভব’

পেঁয়াজের দাম বাড়বে না : উপদেষ্টা

খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা

নির্বাচন পর্যন্ত ব্যাংক কর্মকর্তাদের বিদেশযাত্রায় বিধিনিষেধ