হোম > বাণিজ্য

পেঁয়াজের দাম বাড়বে না : উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

বাজারে পেঁয়াজের দাম বাড়বে না বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা শেষে তিনি এ কথা জানান।

পেয়াজের কোনো সংকট নেই উল্লেখ করে কৃষি উপদেষ্টা বলেন, ১২০-১৩০ টাকার পেঁয়াজ দাম কমে এখন ৯৫-১০০ টাকায় চলে আসছে।

তিনি বলেন, কিছু ব্যবসায়ী পেঁয়াজ আমদানির জন্য আমাদের ওপরে অনেক প্রেসার দিয়েছে। তারা এ বিষয় নিয়ে আদালতেও গেছেন।

উপদেষ্টা আরো বলেন, কৃষকদের কথা চিন্তা করে আমরা পেঁয়াজ আমদানির অনুমোদন দিইনি।

তিনি বলেন, মন্ত্রণালয়ের উদ্যোগে কৃষকরা তাদের পেয়াজ সংরক্ষণ করতে পেরেছে। কৃষি মন্ত্রণালয় একটা পেঁয়াজ উৎপাদন করেছে ওটা গ্রীষ্মকালীন, বর্তমানে তা বাজারে আসা শুরু করেছে। শীতের যে পেঁয়াজ, সেটাও বাজারে আসা শুরু করেছে। ফলে বাজারে পেঁয়াজের দাম বাড়ার আর আশঙ্কা নেই।

আলুর বিষয়ে উপদেষ্টা বলেন, এবার কৃষকরা আলুতে দাম পায়নি। এখন কিছুটা দাম বেড়েছে। আরেকটু দাম বাড়া দরকার।

তিনি বলেন, আলু নষ্ট হয়ে যায় কি না, এজন্য কৃষকদের অনুরোধে কোল্ড স্টোরেজ ডিসেম্বর পর্যন্ত চালু রাখার কথা বলা হয়েছে।

খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা

নির্বাচন পর্যন্ত ব্যাংক কর্মকর্তাদের বিদেশযাত্রায় বিধিনিষেধ

প্রভাবশালীদের চাপের মুখে শিথিল হচ্ছে ব্যাংকের বহিঃনিরীক্ষা ফি

দেশে দ্রুত দারিদ্র্য হ্রাসে প্রয়োজন কর্মসংস্থান সৃষ্টি: বিশ্বব্যাংক

এআই-চালিত ডিজিটাল এলসি প্ল্যাটফর্ম ‘প্রাইম বাণিজ্য’ চালু করল প্রাইম ব্যাংক

এক্সিট সুবিধা নিলেই খেলাপি থেকে মুক্তি মিলবে

আইসিবিকে এক হাজার কোটি টাকা ঋণ দিল সরকার

আট প্রতিষ্ঠানের নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে সময়সীমা বাড়ালো বিএসইসি

রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়ল ৫৫ হাজার কোটি টাকা

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.০৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে