হোম > বাণিজ্য

সাত মাসে ১৮৭৪ কোটি টাকা রাজস্ব ফাঁকি উদঘাটন

আয়কর গোয়েন্দা ইউনিট

অর্থনৈতিক রিপোর্টার

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (আইটিআইআইইউ) কার্যক্রম শুরুর সাত মাসে তদন্ত কার্যক্রমের মাধ্যমে প্রাথমিকভাবে ১ হাজার ৮৭৪ কোটি টাকার কর ফাঁকির ঘটনা উদঘাটন করেছে। ১৮৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের আয়কর তথ্য ও সম্পদ পর্যালোচনা করে কর ফাঁকির এ তথ্য উদঘাটন করা হয়েছে। উদঘাটিত রাজস্ব ফাঁকি হতে ৬৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট হতে ১১৭ কোটি ৪৩ লাখ টাকা আদায় করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

সোমবার এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আয়কর গোয়েন্দা সূত্রে জানা গেছে, বিভিন্ন শ্রেণির করদাতা তথা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১ হাজার ৭৮৮ টি কর ফাঁকি ও অর্থপাচার মামলা তদন্ত করছে। এসব ব্যক্তিদের মধ্যে বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা / কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক, খেলোয়াড়, অভিনেতা-অভিনেত্রী, ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী, শিক্ষক, বেসরকারি প্রতিষ্ঠান ও এর কর্মকর্তা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ সকল পর্যায়ের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান তদন্ত কার্যক্রমের অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া এয়ার টিকেট সিন্ডিকেট, পরিবহন ব্যবসায়ী, শেয়ার বাজার, আমদানি ও মজুদকারী, চালান জালিয়াতকারী, জুয়াড়ি, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্থ উপার্জনকারী সহ বিভিন্ন শ্রেণীর ও পেশার করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

ইউনিটের মহাপরিচালক আবদুর রাকিব জানান, গত ১ ডিসেম্বর থেকে আয়কর গোয়েন্দা ইউনিটের কার্যক্রম শুরু হয়। নবগঠিত সংস্থা হিসেবে এ ইউনিটের জনবল ও লজিস্টিক জনিত বহুবিধ সীমাবদ্ধতা রয়েছে। তিনি আরও বলেন, কার্যক্রম শুরু থেকে যে পরিমাণ রাজস্ব ফাঁকি উদঘাটন ও ফাঁকিকৃত আয়কর পুনরুদ্ধার করা হয়েছে, প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক স্থায়ী অবকাঠামো ও লজিস্টিক সাপোর্ট পেলে তা আরো বহুগুণ বৃদ্ধি করা সম্ভবপর ছিল।

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?

লক্ষ্যচ্যুত বাণিজ্যমেলা এখন বিনোদন কেন্দ্র

আরো ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

টেক্সটাইল মিল বন্ধের কর্মসূচি স্থগিত

নতুন অধ্যাদেশ জারি, ঋণগ্রহীতাই ব্যাংকের মালিক

আয়কর রিটার্ন দাখিলের সময় আরো বাড়ল

আলুর ন্যায্যমূল্য না পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষক, প্রণোদনা দেবে সরকার

ঋণখেলাপিদের নাম ও ছবি প্রকাশের দাবি জানিয়ে গভর্নরকে চিঠি

রমজান উপলক্ষে এক কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

তিন আর্থিক প্রতিষ্ঠান এখনই বন্ধ হচ্ছে না