হোম > বাণিজ্য

বাজারে ইলিশের দাম নিম্নমুখী, বেড়েছে বিক্রি

স্টাফ রিপোর্টার

প্রতিবছর পহেলা বৈশাখকে ঘিরে ইলিশের দাম হু হু করে বাড়লেও এবারের চিত্র ভিন্ন। নববর্ষের এ উৎসব ঘিরে দাম বাড়েনি ইলিশের। উল্টো ঈদের আগের তুলনায় কিছুটা কম দামেই বিক্রি হচ্ছে। ফলে বেড়েছে এ মাছের বিক্রি। গতকাল শুক্রবার রাজধানীর নয়াবাজার, হাতিরপুল ও কারওয়ান বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

ব্যবসায়ীরা বলছেন, এবার বাজার মনিটরিংয়ে সরকার কঠোর অবস্থানে থাকায় কেউ ইচ্ছা করলেই হিমায়িত ইলিশ বেশি দামে বিক্রি করতে পারছেন না। ফলে বাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে।

কারওয়ান বাজারের মাছ ব্যবসায়ী দুলাল চন্দ্র বলেন, অনেকের কাছে ইলিশের দাম বেশি মনে হলেও গত বছরের তুলনায় এবার দাম কম। ওজনভেদে ২০০ থেকে ৩০০ টাকা কমে বিক্রি হচ্ছে।

গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকায়। দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে দুই হাজার ৬০০ টাকায়। এ ছাড়া এক কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ দুই হাজার ৪০০ টাকা, ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ এক হাজার ৬০০ থেকে এক হাজার ৭০০ টাকা আর ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে এক হাজার থেকে এক হাজার ২০০ টাকায়, যা গত বছরের তুলনায় কেজিপ্রতি অন্তত ২০০ থেকে ৩০০ টাকা কম।

আর মাত্র একদিন পরেই পহেলা বৈশাখ। নববর্ষের প্রথম দিনে পাতে ইলিশ রাখতে পছন্দ করে সৌখিন মানুষ। ফলে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে ইলিশের বিক্রি। দাম ঈদের আগের তুলনায় খানিকটা কমেছে।

কারওয়ান বাজারের মাছ বিক্রেতা জয় চন্দ্র দাস বলেন, পহেলা বৈশাখকে কেন্দ্র করে বাজারে ইলিশের বিক্রি বেড়েছে। তবে দাম আগের তুলনায় কিছুটা কম।

হাতিরপুল বাজারের রমজান আলী নামে এক মাছ ব্যবসায়ী বলেন, ইলিশের চাহিদা বাড়লেও সরবরাহ কম। তবে পহেলা বৈশাখের আগে হিমায়িত ইলিশের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। পহেলা বৈশাখের উত্তাপে চাহিদা বৃদ্ধির পাশাপাশি দামও কিছুটা বাড়তে পারে।

বিক্রেতা আলী হোসেন বলেন, পহেলা বৈশাখকে ঘিরে চাহিদা বাড়ায় ইলিশের বেচাকেনা বেড়েছে। বাজারে পদ্মার ইলিশের দাম চড়া। এক কেজির বেশি ওজনের ইলিশ দুই হাজার ৪০০ থেকে দুই হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

নয়াবাজারের ক্রেতা রমজান আলী বলেন, এমনিতেই ইলিশের দাম চড়া। পহেলা বৈশাখকে ঘিরে আরো কিছুটা চড়া মনে হচ্ছে।

আকলিমা আক্তার নামের এক বেসরকারি চাকরিজীবী পহেলা বৈশাখে ছেলেমেয়েদের জন্য ইলিশ মাছ কিনতে কারওয়ান বাজারে এসেছেন। তিনি বলেন, বাজারে পদ্মার ইলিশ নেই বললেই চলে। কদাচিৎ পাওয়া গেলেও দাম বেশি। অন্যান্য এলাকার ইলিশে তেমন স্বাদ পাওয়া যায় না, তাই পদ্মার ইলিশের চাহিদা বেশি থাকে।

২০৩০ সালের মধ্যে বিশ্বে কয়লার চাহিদা হ্রাস পাবে

রিজার্ভ বেড়ে ৩২.৪৮ বিলিয়ন ডলার

ডিসেম্বরের প্রথম ১৬ দিনে প্রবাসী আয় ১৮২ কোটি ৬০ লাখ ডলার

খেলাপি ঋণের ৯১ শতাংশই আদায় অযোগ্য

ছেঁড়া নোট বদলে দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

সাড়ে চার মাসেও মেলেনি পণ্যের অনুমোদন

বাড়লো স্বর্ণের দাম, ভরি ছাড়ালো ২ লাখ ১৭ হাজার

বিদেশে হাদির চিকিৎসার সব খরচ বহন করবে অর্থ মন্ত্রণালয়

চলতি মাসে যে ১০ ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি

চালের দাম বাড়ানোর সুযোগ খুঁজছে সিন্ডিকেট