হোম > অর্থনীতি

প্রবাসী বাংলাদেশিদের সুখবর দিলো এনবিআর

আমার দেশ অনলাইন

প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সহজ করে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানায়।

এনবিআর জানায়, আগে ই-রিটার্ন দাখিলের জন্য বাংলাদেশি সিম কার্ডে ওটিপি পাঠানো হতো। তাই রিটার্ন দাখিলে সমস্যায় পড়তেন প্রবাসীরা। এখন থেকে তাদের ই-মেইলে ওটিপি পাঠানো হবে। ফলে সহজেই ই-রিটার্ন দাখিল করতে পারবেন তারা।

এনবিআর সূত্রে জানা গেছে, ৬৫ বছর বা এর বেশি বয়সী করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সব করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। চলতি বছর জাতীয় রাজস্ব বোর্ড এক বিশেষ আদেশের মাধ্যমে এটি বাধ্যতামূলক করে।

তবে সব করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারবেন। অনলাইন রিটার্ন দাখিল সহজ ও ঝামেলাবিহীন হওয়ায় এবং করদাতা তাৎক্ষণিক স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্ন দাখিলের অ্যাকনলেজমেন্ট স্লিপ এবং প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে আয়কর সনদ প্রিন্ট নিতে পারেন। তাই প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য বাধ্যতামূলক না হলেও তাদের অনেকেই অনলাইনে রিটার্ন দাখিল করতে চান।

এনবিআর জানায়, ই-রিটার্ন সাইটে নিবন্ধনের জন্য করদাতার নিজ নামে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা বাংলাদেশের সিম কার্ডে ওটিপি পাঠানো হয়ে থাকে। তাই প্রবাসীরা ই-রিটার্ন দাখিলে সমস্যায় পড়েন। এই সমস্যা সমাধানে প্রবাসীদের ফোনের পরিবর্তে ই-মেইলে ওটিপি পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশি করদাতার পরিচিতি ও অবস্থান নিশ্চিত করতে তার পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ভিসা-সিলের কপি, ই-মেইল ও ছবি ereturn@etaxnbr.gov.bd ই-মেইলে ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। এরপর আবেদনকারীর ই-মেইলে ওটিপি ও রেজিস্ট্রেশন লিংক পাঠানো হবে। ওই লিংকের মাধ্যমে ই-রিটার্ন পোর্টালে ওটিপি ব্যবহার করে প্রবাসী বাংলাদেশি করদাতারা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করে সহজেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

ন্যাশনাল লাইফের চেয়ারম্যান হলেন তোফাজ্জল হোসেন

ইসলামি ধারার ডিজিটাল ব্যাংক খুলতে চায় আকিজ রিসোর্স

ইসলামী ব্যাংক ও মাস্টারকার্ডের উদ্যোগে চালু হলো ক্যাশলেস ক্যাম্পাস

খেলাপি ঋণের ৭৭ শতাংশ অর্থ আটকা মামলাজটে

দেশেই উৎপাদিত হবে বালাইনাশক, রপ্তানির নতুন সম্ভাবনা

দেশে রিজার্ভ ছাড়ালো ৩২ বিলিয়ন ডলার

ডিএসইতে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

শুভেচ্ছা জানালো বার্জার পেইন্টস

ফের বাড়লো ডলারের দাম

বিশ্বজুড়ে ওষুধের দামে বৈষম্য, তদন্তে নামছে ট্রাম্প প্রশাসন