হোম > বাণিজ্য

গ্যাস সংকটে রুগ্ন হয়ে পড়েছে বহু শিল্প: বিসিএমইএ

স্টাফ রিপোর্টার, ঢাকা

শিল্পে গ্যাসের দাম বৃদ্ধি বন্ধের পাশাপাশি সিরামিক শিল্পের সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন-বিসিএমইএ। গ্যাস সংকটের কারণে এরই মধ্যে অনেক শিল্প রুগ্ন হয়ে পড়েছে। এমতাবস্থায় দাম বাড়ালে বহু প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে বলে মনে করছেন সংগঠনের নেতারা।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বিসিএমইএ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মইনুল ইসলাম।

তিনি বলেন, নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ না পাওয়ায় রুগ্ন হয়ে পড়েছে অনেক প্রতিষ্ঠান। গ্যাসের চাপ ১৫ পিএসআই (চাপ প্রতি বর্গইঞ্চি) পাওয়ার কথা। সেখানে দুই, কখনও শূন্যতেও নেমে আসছে। নির্দিষ্ট মাত্রায় গ্যাস না পেলে উৎপাদন প্রক্রিয়ায় থাকা পণ্য তৎক্ষণাত নষ্ট হয়ে যায়। বিগত বছরে গ্যাস সরবরাহ যথাযথ না থাকায় উৎপাদন ব্যহত হয়েছে। যথাসময়ে পণ্য সরবরাহ দিতে না পারায় অর্ডার বাতিল করেছে বিশ্বের অনেক নামিদামি কোম্পানি।

এছাড়া গত ৯ বছরে গ্যাসের দাম ৩৫৪ শতাংশ বাড়ানোর কারণে সিরামিক শিল্পের অবস্থা করুণ। নতুন করে ১৫২ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এই হারে দাম বাড়ালে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিপুল পরিমাণ গ্যাস চুরি হচ্ছে ও সিস্টেম লস রয়েছে। সেদিকে নজর না দিয়ে গ্যাস দাম বাড়ানোর পথে হাঁটছে। আমরা এরই মধ্যে মন্ত্রণালয় ও বিইআরসিতে চিঠি দিয়ে উদ্বেগের কথা জানিয়েছি।

বিসিএমইএ উপদেষ্টা মীর নাসির উদ্দিন বলেন, এখন দাবির যুগ চলছে। নানামুখী আন্দোলনের কারণে শিল্পের অবস্থা খারাপ। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে নেই। এসব বিষয় শিল্পের ওপর প্রভাব ফেলছে।

এ সময় বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশীদ ও এক্সিলেন্ট সিরামিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাকিম সুমন।

জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ৩ শতাংশ অর্থ জমা দিয়ে নিয়মিত করার সুযোগ

আবারও বাড়লো স্বর্ণের দাম

২৬ বিষয়ে সিদ্ধান্ত নিতে লাগবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন

মুখোমুখি অবস্থানে বস্ত্রকল ও পোশাকশিল্প মালিকরা

ফের বাড়ল স্বর্ণের দাম, ভাঙল অতীতের রেকর্ড

বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো নতুন ১১ প্রতিষ্ঠান

বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার রাশিয়ার

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের উদ্যোগ বাতিলের দাবি

আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ সাড়ে ২৯ হাজার কোটি টাকা

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ