বাংলাদেশের রাজস্ব আয় জিডিপির তুলনায় খুবই কম উল্লেখ করে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, আমাদের অবশ্যই রাজস্ব আহরণের পরিমাণ বাড়াতে হবে। অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব বাড়াতে হবে। এজন্য জনগণকে সেবা দিতে হবে। সেবা পেলে জনগণ ট্যাক্স দিবে এবং ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ হবে।
বুধবার ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিক, অর্থ বিভাগের সচিব খায়রুজ্জামান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, আইসিসি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমা, ফরেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট ইয়াসির আজমান, অর্থনীতিবিদ জায়েদি সাত্তার প্রমুখ।
অর্থ উপদেষ্টা বলেন, ভ্যাট সিস্টেমটা সহজ করতে হবে, যাতে সবাই সহজে ভ্যাট দিতে পারে। জনগণ যে ভ্যাট দিচ্ছে তা যেন সরকারের কোষাগারে ঠিকমত পৌঁছায় তা নিশ্চিত করতে হবে। আমাদের দেশে দুঃখজনক ব্যাপার হচ্ছে জনগণ ট্যাক্স হিসাবে যা দেয় তা ঠিকমতো পৌঁছায় না।
অর্থ উপদেষ্টা আরো বলেন, নিজের সম্পদ না বাড়ালে আমরা কাজ করবো কিভাবে? ধার করে তো সামজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এগুলোর উন্নয়ন সম্ভব হবে না। ঋণ করে করতে গেলে সরকারের ফ্লেক্সিবিলিটি থাকে না। নিজেদের সম্পদ থাকলে নিজেদের প্রায়োরিটি বেইজড কাজগুলো নিজেরাই করতে পারব। এজন্য আমাদের অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে হবে।
ভ্যাট দেওয়ার ক্ষেত্রে মানসিকতা পরিবর্তন করতে হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমি অনেকে দেখি এমনকি আমার আত্মীয় স্বজনকেও দেখেছি যে দোকানে ভ্যাট নেয় সে দোকান পরিহার করার। যে দোকানদার বলে ভ্যাট নেই তখন তারা বলে ঠিক আছে। যারা গ্রাহক তাদেরই বলতে হবে আমাদের ভ্যাট দিতে হবে। দোকানদার বা ব্যবসায়ীদেরও এটা এনফোর্স করা উচিত বলে মন্তব্য করেন তিনি।