হোম > বাণিজ্য

কৃষকদের কাছ থেকে ৭ লাখ টন ধান-চাল কিনবে সরকার

আমার দেশ অনলাইন

এবার সারা দেশে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৭ লাখ টন। এর মধ্যে ৫০ হাজার টন ধান, ৫০ হাজার টন আতপ চাল ও ৬ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। অর্থাৎ সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হবে।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনের আগেই সারাদেশে ধান চাল সংগ্রহ অভিযান শেষ করতে চায় সরকার।

বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলতি বছরের ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা রয়েছে। সরকারের হাতে সর্বোচ্চ পর্যাপ্ত মজুদ রয়েছে। বর্তমান সরকার এই ধারাবাহিকতা অব্যাহত রেখে যেতে চায়।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত মজুদ গড়ে তুলেছিল, এজন্যই ধান চালের দাম সহনীয় পর্যায়ে আছে।

আলী ইমাম মজুমদার, আমন সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে। চলবে ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত। সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৯ টাকা, প্রতি কেজি সিদ্ধ চাল ৫০ টাকা, প্রতি কেজি আতপ চাল ৪৯ টাকা দরে কেনা হবে।

উপদেষ্টা বলেন, আগে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হতো এখন থেকে সেটা বাড়িয়া ৫৫ লাখ এ করা হয়েছে। আগে যেখানে ৫ মাস পেতো এখন সেটা ৬ মাস করা হয়েছে। এ কর্মসূচি অব্যাহত রাখা হবে। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কমিটেড।

খাদ্য উপদেষ্টা বলেন, পরবর্তী সরকার যখন দায়িত্ব নেবে তখন খাদ্য মজুদ অনেক বেশি পরিমাণে থাকবে বলে আশা করি।

স্বর্ণের দাম আরও কমেছে

টাঙ্গাইলে মাইক্লো বাংলাদেশের আউটলেট উদ্বোধন

১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ছাড়াল

আরব বিশ্বের আসল স্বাদ নিয়ে শুরু ‘টেস্ট অফ অ্যারাবিয়া’ উৎসব

সীমিত পরিমাণে পেঁয়াজ আমদানির চিন্তা সরকারের

২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে বড় লাফ

বিএসটিআইয়ের সব সেবা পাওয়া যাবে অনলাইনে

যমুনা ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে আর্থিক সাক্ষরতা কর্মসূচি

চার মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ১৪ শতাংশ

আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে এয়ার টিকিট