হোম > বাণিজ্য

এক বছরে ডিজিটাল লেনদেন দেড় শতাংশ বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার

দেশের মানুষ ২০২৪ সালে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ৭৬ হাজার ৩৪০ কোটি টাকা লেনদেন করেছে। যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৫৯ শতাংশ। ২০২৩ সালে ডিজিটাল মাধ্যমে লেনদেন হয়েছিল ৭৫ হাজার ১৪০ কোটি টাকা। তবে গত বছর ক্যাশ লেনদেন ৫ দশমিক ৬৪ শতাংশ বেড়েছে। এ সময় ডিজিটালের তুলনায় ক্যাশ লেনদেন দ্রুত বেড়েছে। বাংলাদেশ পেমেন্ট সিস্টেমস ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২৪ সালে ডিজিটাল মাধ্যমে ৪০ কোটি ৩৩ লাখ টাকা লেনদেন হয়। ২০২৩ সালে যা ছিল ৩৬ কোটি ৬৭ লাখ। গত বছর নন-ডিজিটাল লেনদেনে হয় ৪৫ কোটি ৪৯ লাখ। তার আগের বছরের এই লেনদেন ছিল ৩৪ কোটি ৬৩ লাখ। এসব লেনদেন চেক, ভাউচার ও ওভার দ্য কাউন্টারের মাধ্যমে হয়।

বছরজুড়ে মোট লেনদেনের ৪৭ থেকে ৫৬ শতাংশ ছিল ডিজিটাল। কিন্তু মূল্যের দিক থেকে নন-ডিজিটাল লেনদেন প্রাধান্য বিস্তার করেছে ৬০ থেকে ৮০ শতাংশ। এটি নির্দেশ করে যে মানুষ ছোট ও মাঝারি মূল্যের অর্থ প্রদানে ডিজিটাল চ্যানেল ব্যবহার করলেও বড় অঙ্কের লেনদেনে এখনো নগদ, চেক ও ওভার দ্য কাউন্টার পদ্ধতির ওপর নির্ভরশীল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সালে বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেমের মাধ্যমে ১১ লাখ ৭৫ হাজার ৪০০ কোটি টাকার লেনদেন হয়েছে। বিডি আরটিজিএস ব্যবহৃত প্ল্যাটফর্মে লেনদেন হয়েছে ২৬ হাজার ৭২১ কোটি টাকা।

শীর্ষ ৫০ গ্রুপের কাছে ব্যাংকঋণ সাড়ে তিন লাখ কোটি টাকা

মামলায় ঝুলে আছে চার লাখ কোটি টাকার খেলাপি ঋণ

ব্যাংকে কোটিপতিদের অ্যাকাউন্ট ১ লাখ ২৮ হাজার

পিএসআর উপস্থাপন থেকে রেলওয়েকে অব্যাহতি

তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাবের আমানত কমেছে

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ: বিবিএস

গ্রাহকেরা যেভাবে ফেরত পাবেন একীভূত পাঁচ ব্যাংকের টাকা

ক্ষুদ্রঋণেও চালু হচ্ছে সিআইবি

পেঁয়াজের উচ্চমূল্য রোধে আমদানির সিদ্ধান্ত

বাজারে পেঁয়াজ নিয়ে হুলুস্থুল কাণ্ড, দাম বেড়ে ১৬০ টাকায় বিক্রি