হোম > বাণিজ্য

বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হলো আধুনিক যন্ত্রপাতি

স্টাফ রিপোর্টার

বিমানবন্দরের থার্ড টার্মিনালের সক্ষমতা বাড়াতে বিমানের গ্রাউন্ড হ্যান্ডিলিং (জিএসই) বিভাগে যুক্ত হলো নতুন এয়ার কন্ডিশনিং ইউনিট, এয়ার স্টার্ট ও বেল লোডার। মঙ্গলবার বিমানের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে গত এক সপ্তাহের ব্যবধানে সাতটি এয়ার কন্ডিশনিং ইউনিট, দুইটি এয়ার স্টার্ট ইউনিট এবং নয়টি বেল্ট লোডার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। আরও চারটি অ্যাম্বুলিফট, দুইটি কন্টেইনার প্যালেট লোডার, ১২টি কন্টেইনার প্যালেট ট্রান্সপোর্টার, চারটি পুশব্যাক টো-ট্রাক্টর, ছয়টি প্যাসেঞ্জার স্টেপ, আড়াইশ ব্যাগেজ কার্ট এবং চারশ ইউএলডি শীঘ্রই জিএসই বহরে সংযুক্ত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই সরঞ্জামাদিসমূহ জিএসই বহরে যুক্ত হলে অসুস্থ যাত্রী পরিবহন, দ্রুত ব্যাগেজ পরিবহন ও ডেলিভারি এবং যাত্রী উঠা-নামায় সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, থার্ড টার্মিনালকে কেন্দ্র করে গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা উন্নয়নের জন্য ক্রয়প্রক্রিয়া জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে মোট আটাশটি মটরাইজড ও ৬৫০ (ছয়শত পঞ্চাশ) টি নন-মটরাইজড ইক্যুয়িপমেন্ট ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও গত দুই বছরে ৪৮ (আটচল্লিশ) টি মটরাইজড ইক্যুয়িপমেন্ট এবং ৩৫০ (তিনশত পঞ্চাশ) টি নন-মটরাইজড ইক্যুয়িপমেন্ট ক্রয় করা হয়েছে।

এয়ারক্রাফট এয়ার কন্ডিশনিং ইউনিট সমূহের কমিশনিং ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং এয়ার স্টার্ট ইউনিট ও বেল্ট লোডার সমূহের কমিশনিং অতি শীঘ্রই সম্পন্ন হবে। কমিশনিং সম্পন্ন হলে ইক্যুয়িপমেন্ট সমূহ অপারেশনাল কাজে অংশগ্রহণ করবে। নতুন যন্ত্রপাতি জিএসই বহরে সংযোজনের ফলে ব্যাগেজ ডেলিভারি কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্বল্প সময়ে যাত্রীগণের নিকট ব্যাগেজ পৌঁছানোর পাশাপাশি যথাসময়ে ফ্লাইটের বহির্গমন সম্ভব হবে।

এছাড়াও এয়ারক্রাফট এয়ার কন্ডিশনিং ইউনিট এর মাধ্যমে গ্রাউন্ডে থাকা অবস্থায় এয়ারক্রাফটের অভ্যন্তরে আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা হবে। এছাড়া এয়ার স্টার্ট ইউনিট এর মাধ্যমে যথাসময়ে ফ্লাইটের বহির্গমন নিশ্চিত করা সম্ভব হবে।

সর্বোপরি থার্ড টার্মিনালকে কেন্দ্র করে গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি ও সার্বিক প্রস্তুতি সুসম্পন্ন করার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও একধাপ এগিয়ে গেল।

নগর দারিদ্র্য হ্রাসের পরিবর্তে সামগ্রিক উন্নয়নে জোর দিলেন অর্থ উপদেষ্টা

ডিজিটাল ওয়ালেট সেবার প্রাথমিক লাইসেন্স পেল বাংলালিংক

তুলা আমদানিতে ভারত-নির্ভরতা কমাচ্ছে বাংলাদেশ

মূলধনী পণ্য আমদানির শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক

ধারের টাকা স্বপ্নের পোলাও খাওয়ার মতো নয় যে যত ইচ্ছা ঘি ঢালব

৪৮ হাজার গার্মেন্টস শ্রমিকের ফৌজদারি মামলা প্রত্যাহার একটি মাইলফলক

সেবা নিশ্চিত করলে জনগণ ট্যাক্স দিবে: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ ব্যাংকে চালু হলো ই-ডেস্ক

পোশাক খাতে রক্তক্ষরণ

দুই লাখ টাকার পর প্রতি তিন মাসে তোলা যাবে ১ লাখ