একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত করেছে স্টক এক্সচেঞ্জ। ব্যাংকগুলোর লেনদেন স্থগিতের বিষয়ে আজ বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে তথ্য দেওয়া হয়েছে।
গতকাল কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সংবাদ সম্মেলনে পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য হয়ে যাওয়ার এবং ঋণাত্মক ইক্যুয়িটির কারণে সাধারণ বিনিয়োগকারীদের জন্য কোন ধরনের আর্থিক সুবিধা না থাকার বিষয়ে ঘোষণা দেন।
এরইপ্রেক্ষিতে আজ শেয়ারবাজারে ব্যাংকগুলোর লেনদেন স্থগিতের ঘোষণা দিল এক্সচেঞ্জ। স্থগিত হওয়া ব্যাংকগুলো হলো-স্যোসাল, এক্সিম, গ্লোবাল, ফার্স্ট সিকিউরিটি ও ইউনিয়ন ইসলামী ব্যাংক।