হোম > রাজধানী

রাজধানীতে বাসে আগুন দিতে গিয়ে ছাত্রলীগ কর্মী ও সেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিতে গিয়ে পুলিশের কাছে হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন সিয়াম সরকার নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মী।

রোববার ভোর সোয়া ৪টার দিকে শ্যামপুরের ঢাকা-মাওয়া মহাসড়কে খন্দকার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন পৃথক ঘটনায় সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ প্রকাশ লিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। লিপুর বিরুদ্ধে ওয়ারী ও শ্যামপুর থানায় হত্যা চেষ্টা ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, রোববার রাতে শ্যামপুর মডেল থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কে খন্দকার রোডের মাথায় যুবলীগ নেতা শাকিল বিন সামস ওরফে রাব্বির নির্দেশে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুইজন কর্মী দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করার চেষ্টা করছে বলে পুলিশ জানতে পারে। এমন তথ্যের ভিত্তিতে শ্যামপুর থানার একটি টিম দ্রুত সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার সময় সিয়াম সরকারকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সিয়াম সরকার জানায়, সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন কর্মী। সে ও পলাকত রাফসান শ্যামপুর এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বাসে অগ্নিসংযোগ করার চেষ্টার কথা স্বীকার করেছে।

অপরদিকে সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ প্রকাশ লিপু (৪৯) কে গ্রেপ্তার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ। রোববার ভোর ৬টার দিকে ওয়ারী থানাধীন টিকাটুলি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারী থানাধীন টিকাটুলি হাটখোলা রোড এলাকায় অভিযান তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু আহম্মেদ প্রকাশ লিপুর বিরুদ্ধে ওয়ারী ও শ্যামপুর থানায় হত্যা চেষ্টা ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে।

রাজধানীতে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধসহ আহত ৮

তিন বছরের শিশু ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেপ্তার

যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরায় পার্কিং করা বাসে আগুন

দক্ষিণ কেরাণীগঞ্জে পাঁচ দিন ধরে গ্যাসের ৫০ হাজার লাইন বন্ধ

ফরহাদ খাঁ ছিলেন মানবিক সাংবাদিকতার প্রথিকৃত

ঢাকা-৫ আসনে নবী উল্লাহ নবীর গণসংযোগ

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৮

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২

রাজধানীর উত্তরায় কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

সাবেক আইজিপি বেনজীরের ‘ক্যাশিয়ার’ রিফাত নিলয় গ্রেপ্তার