হোম > রাজধানী

গুমকৃত ব্যক্তিদের নামে মিথ্যা মামলা নিষ্পত্তি ও পরিবারকে হয়রানি বন্ধের দাবি

স্টাফ রিপোর্টার

গুম হওয়া ব্যক্তিদের পরিবারের নামে মিথ্যা মামলা নিষ্পত্তির দাবি জানিয়েছেন রাজনৈতিক ও বিশিষ্টজনেরা। তারা বলেন, গুম হওয়া ব্যক্তিদের পরিবার এখনও ব্যাংক হিসাব, সম্পত্তি হস্তান্তর ও মৃত্যু সনদের মতো মৌলিক বিষয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকের নামে এখনো মিথ্যা মামলা চলছে, যা দ্রুত নিষ্পত্তি করা দরকার। পাশাপাশি আমাদের যে কাজগুলো ফ্যাসিজম ফিরে আসার পথ খুলে দেয়, সেগুলো বন্ধ করতে হবে।

শক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)-এর উদ্যোগে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা।

এসময়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে আমরা এই গুম খুনের‌ সংস্কৃতিকে কোন অবস্থাতেই সহ্য করা হবে না। একই সাথে এই ধরনের সংস্কৃতি যেন আর ফিরে না আসে, তার জন্য যত ধরনের আইনি, রাজনৈতিক এবং নৈতিক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা আমাদের করতে হবে‌। এ বিষয়ে আমাদের সকল রাজনৈতিক দলের টপ লিডারদের একসাথে কাজ করা উচিত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, আমরা যদি ভবিষ্যৎ বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই, সেক্ষেত্রে আমাদের তিনটা উদ্দেশ্য থাকবে। মানবাধিকার, আইনের অনুশাসন এবং বাকস্বাধীনতা নিশ্চিত করা। এই তিনটা বিষয় নিশ্চিত করতে তার জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম অবশ্যই আমাদের করতে হবে। তিনি বলেন, আমাদের মত ও পথ ভিন্ন হলেও আমরা বিশ্বাস করি সবার আগে বাংলাদেশ। এটা আমাদের কাজে প্রমাণ করতে হবে।

গুম কমিশনের সদস্য ড. নাবিলা ইদ্রিস বলেছেন, যতক্ষণ পর্যন্ত পলিটিক্যাল পার্টি গুলো এই বাহিনী গুলোকে নিজেদের পলিটিক্যাল পান্ডা হিসেবে ব্যবহার করবে, ততদিন পর্যন্ত ঘুম খুন দূর হবে না। এজন্য ভবিষ্যৎ নেতাদের কাছ থেকে আমাদের এসব ব্যাপারে প্রতিশ্রুতি আদায় করতে হবে এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তাদেরকে দায়বদ্ধ করতে হবে।

সংগঠনের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী ও গুম কমিশনের সদস্য মো. নূর খান লিটন, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ব্লাস্ট-এর নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, জাতিসংঘের আবাসিক অফিসের জ্যেষ্ঠ মানবাধিকার উপদেষ্টা হুমা খান প্রমূখ।

এছাড়াও আরো বক্তব্য রাখেন, গুমের শিকার মাইকেল চাকমা, মো. আল আমিন ও তার স্ত্রী জেসমিন আরা বিউটি, আব্দুল বাসেত মারজান, কর্নেল হাসিনুর রহমান, গুমের শিকার হাফেজ জাকিরের ভাই জিয়াউর রহমান, গুমের শিকার মহিদুল ইসলামের ভাই শহিদুল ইসলাম, গুমের শিকার আতিকুর রহমানের ভাই আশিকুর রহমান, গুমের শিকার ইশরাক ফাহিমের পিতা জামাল উদ্দিন আহমেদ ও ভারত থেকে ফেরত আসা গুমের শিকার রহমাতুল্লাহসহ প্রমুখ।

রাজধানীতে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধসহ আহত ৮

তিন বছরের শিশু ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেপ্তার

যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরায় পার্কিং করা বাসে আগুন

দক্ষিণ কেরাণীগঞ্জে পাঁচ দিন ধরে গ্যাসের ৫০ হাজার লাইন বন্ধ

ফরহাদ খাঁ ছিলেন মানবিক সাংবাদিকতার প্রথিকৃত

ঢাকা-৫ আসনে নবী উল্লাহ নবীর গণসংযোগ

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৮

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২

রাজধানীর উত্তরায় কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

সাবেক আইজিপি বেনজীরের ‘ক্যাশিয়ার’ রিফাত নিলয় গ্রেপ্তার