হোম > রাজধানী

বিক্ষোভে সৃষ্ট ব্যাপক যানজট, মেট্রোরেলে চাপ

বিশেষ প্রতিনিধি

রাজধানীতে বিক্ষোভে কারণে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। মেট্রোরেলে যাত্রীদের ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে।

বুধবার ১২টার পর থেকে ঢাকার ব্যস্ততম সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তীব্র যানজট দেখা দিয়েছে।

রাজধানীর মৎস্য ভবন মোড় অবরোধ করে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা বিক্ষোভ করছেন। এতে স্থবির হয়ে পড়েছে শাহবাগ, হাইকোর্ট, কাকরাইল ও বাংলামোটরসহ সংশ্লিষ্ট এলাকা। এ কারণে অনেকে বিকল্প হিসেবে মেট্রোরেলে যাতায়াত করায় যাত্রীদের বাড়তি চাপ তৈরি হয়েছে।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলন নগর ভবন ছেড়ে মৎস্য ভবন মোড়ে নিয়ে আসা হয়েছে। সকাল থেকে হাইকোর্ট গেট, প্রেসক্লাব ও শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করে মৎস্য ভবনের চৌরাস্তার মোড়ের অবস্থান নিয়ে বিক্ষোভ করায় ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

সরেজমিন দেখা যায়, মৎস্য ভবন থেকে পুরানা পল্টন, শাহবাগ, কাকরাইল, সেগুনবাগিচা সড়ক সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা। ফলে চতুর্পাশে যানবাহন আটকে আছে। এতে দীর্ঘ যানজট হওয়ায় আশপাশের সড়কগুলোতেও গাড়ির জট তৈরি হয়েছে। অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

মেট্রোরেলের মিরপুর থেকে মতিঝিল পর্যন্ত সবগুলো স্টেশনে যাত্রীদের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। কয়েকজন যাত্রী জানিয়েছেন, ঢাকায় আন্দোলনে সড়ক আটকে বিক্ষোভ করায় যানজট দেখা দিয়েছে। সে কারণে বিকল্প হিসেবে মেট্রোরেলে যাচ্ছেন তারা।

এমএস

রাজধানীতে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধসহ আহত ৮

তিন বছরের শিশু ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেপ্তার

যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরায় পার্কিং করা বাসে আগুন

দক্ষিণ কেরাণীগঞ্জে পাঁচ দিন ধরে গ্যাসের ৫০ হাজার লাইন বন্ধ

ফরহাদ খাঁ ছিলেন মানবিক সাংবাদিকতার প্রথিকৃত

ঢাকা-৫ আসনে নবী উল্লাহ নবীর গণসংযোগ

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৮

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২

রাজধানীর উত্তরায় কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

সাবেক আইজিপি বেনজীরের ‘ক্যাশিয়ার’ রিফাত নিলয় গ্রেপ্তার