বাংলাদেশ পুলিশ রাইফেল ক্লাবের মাঠে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে পুলিশ রাইফেল, বেসবল, উডবল, ফুটবল ও টাচবল (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপ–২০২৫-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। প্রতিযোগিতামূলক খেলা, সুশৃঙ্খল আয়োজন এবং অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক স্মরণীয় ক্রীড়া মিলনমেলায়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ কাজী ফজলুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ রাইফেল, বেসবল, উডবল, ফুটবল ও টাচবল ক্লাবের সাধারণ সম্পাদক ও পুলিশ সুপার মো. আব্দুল মোতালেব হোসেন। এ ছাড়া বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া উপকমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মঙ্গলবার পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কয়েক সপ্তাহব্যাপী এই চ্যাম্পিয়ানশিপে মহানগর, জেলা ও বিশেষায়িত ইউনিট মিলিয়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। রাইফেল, বেসবল, উডবল, ফুটবল ও টাচবল—এই পাঁচটি ইভেন্টে পুরুষ ও নারী বিভাগে অনুষ্ঠিত হয় একাধিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ। অনেক খেলায় শেষ মুহূর্তে ফল নির্ধারিত হওয়ায় খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ছিল বাড়তি উত্তেজনা ও উদ্দীপনা।
রাইফেল ও উডবল ইভেন্টে লক্ষ্যভেদের নিখুঁত দক্ষতা ও কৌশলগত পারদর্শিতা প্রশংসা কুড়ায়। বেসবলে ব্যাটিং ও বোলিংয়ের ভারসাম্যপূর্ণ লড়াই দর্শকদের আকৃষ্ট করে। ফুটবল ও টাচবলে দলগত সমন্বয়, আক্রমণ-রক্ষণের পরিকল্পনা এবং শারীরিক সক্ষমতার স্পষ্ট প্রতিফলন দেখা যায়। নারী বিভাগে খেলোয়াড়দের আত্মবিশ্বাসী ও গতিশীল পারফরম্যান্স ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া চর্চা পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাঠে অর্জিত এই অভ্যাস কর্মক্ষেত্রেও পেশাদারিত্ব ও দায়িত্ববোধ জোরদার করে। ভবিষ্যতে পুলিশের ক্রীড়া কার্যক্রম আরও বিস্তৃত ও নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলগুলোর হাতে ট্রফি, মেডেল ও সনদ তুলে দেন আইজিপি বাহারুল আলম ও অতিরিক্ত আইজিপি কাজী ফজলুল করিম। করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। শৃঙ্খলা, ঐক্য ও সুস্থ প্রতিযোগিতার বার্তা দিয়ে শেষ হয় এই ক্রীড়া আয়োজন।