হোম > রাজধানী

রাজধানীর পৃথক স্থানে দুই খুন

স্টাফ রিপোর্টার

রাজধানীর পৃথক স্থানে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এ দুই হত্যার ঘটনা ঘটে। সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় গুলিতে ব্যবসায়ী আব্দুর রহমান ভূঁইয়া (৫৫) নিহত হন। আর লালবাগ চৌরাস্তা মোড়ে ছুরিকাঘাতে রিয়াদ (৩৫) নামে এক তরুণ খুন হন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দোকানের কাছে থাকাবস্থায় অজ্ঞাত দুই সন্দেহভাজন ব্যক্তি ব্যবসায়ী আব্দুর রহমান ভূঁইয়াকে গুলি করে। খবর পেয়ে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যান। যেখানে চিকিৎসাধীন অবস্থায় এ ব্যবসায়ীর মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান।

স্থানীয়দের বরাতে জানা যায়, আব্দুর রহমান শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন। হামলার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

সূত্রাপুর থানার ওসি মতিউর রহমান বলেন, এ হামলার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। গত কয়েক মাসে উত্তেজনা বাড়ছিল বলে অভিযোগ রয়েছে। ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতাসহ অন্যান্য সম্ভাব্য কারণও বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনার সঙ্গে কারা জড়িত ছিল, তা শনাক্তের চেষ্টা করছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে লালবাগ চৌরাস্তা মোড়ে ছুরিকাঘাতে রিয়াদ (৩৫) নামের এক যুবক নিহত হন। রাত সাড়ে ৭টার কিছু পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা। নিহত রিয়াদ লালবাগের স্থায়ী বাসিন্দা সালামের ছেলে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি লালবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

নিহত রিয়াদের মা নাছিমা বেগম জানান, সন্ধ্যায় রিয়াদ বাড়ি থেকে বের হয়েছিল। পরে পরিচিতদের কাছ থেকে খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের রক্তাক্ত লাশ দেখতে পান তিনি।

রাজধানীতে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

তফসিলকে স্বাগত জানিয়ে রাজধানীতে জামায়াতের আনন্দ মিছিল

সূত্রাপুরে প্রকাশ্যে গুলি, বাজার সমিতির সাবেক সভাপতি নিহত

তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবি ডরপের

সচিবালয় ভাতার দাবিতে আন্দোলন, আটক ৪

তিন ঘণ্টা অবরোধের পর ফার্মগেট সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

সহপাঠীর মৃত্যুতে ফার্মগেট সড়ক অবরোধ শিক্ষার্থীদের

মতিঝিলে বাসার সিঁড়ির পাশে পড়েছিল রক্তাক্ত লাশ

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইকসাস

দাঁড়িপাল্লায় ভোট দিলে দেশে সন্ত্রাস-দুর্নীতিবাজ থাকবে না