হোম > রাজধানী

হস্তক্ষেপের অভিযোগ তুলে রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের পদত্যাগ

স্টাফ রিপোর্টার

অভ্যন্তরীণ কাজে সিন্ডিকেটের বিভিন্নভাবে হস্তক্ষেপের অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. আজিজুল ইসলাম। গতকাল রোববার বিকেলে সংস্থাটির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

এ সময় আজিজুল ইসলাম বলেন, আমি সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছি, রেড ক্রিসেন্ট সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে। ১০০ কোটি টাকা দেনা ছিল, সেটাও পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে এবং দেনা দেওয়া হচ্ছে।

পদত্যাগের ঘোষণা দেওয়া চেয়ারম্যান বলেন, শুরু থেকে নানাভাবে চেষ্টা করেছি রেড ক্রিসেন্ট সোসাইটিকে ঢেলে সাজাতে। কিন্তু সিন্ডিকেট এবং নানাভাবে হস্তক্ষেপের কারণে পেরে উঠতে পারছিলাম না, যার কারণে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ ঘোষণা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির বোর্ডের মেম্বার এয়ার কমোডর (অব.) শাহে আলম, ডা. শেখ জাফর ও অধ্যাপক ডা. ইমরান বিন ইউসুফ।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম। ক্যানসার বিশেষজ্ঞ আজিজুল ইসলামের আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ আর্মড ফোর্সেসে কনসালট্যান্ট ফিজিশিয়ান জেনারেল হিসেবে দায়িত্বরত ছিলেন।

অভিযোগ রয়েছে, চেয়ারম্যানের পদ হারাচ্ছেন এমন খবর জেনে আজিজুল ইসলাম আগেভাগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। জানা গেছে, গত ৪ নভেম্বর পাঁচ সদস্যবিশিষ্ট নতুন বোর্ড গঠনের প্রস্তাবনায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সইয়ের পর রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়।

একই সঙ্গে রেড ক্রিসেন্টে চলমান অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ যাচাই করতে একটি অভ্যন্তরীণ তদন্ত টিম গঠনের চিন্তাও চলছে মন্ত্রণালয়ে।

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৮

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২

রাজধানীর উত্তরায় কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

সাবেক আইজিপি বেনজীরের ‘ক্যাশিয়ার’ রিফাত নিলয় গ্রেপ্তার

সার্জেন্ট মেহেদীর বিচক্ষণতায় গ্রেপ্তার ছিনতাইকারী, উদ্ধার মোবাইল ফোন

দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০

ঢামেক হাসপাতালের নতুন ভবন থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

ডিএনসিসির উদ্যোগে ময়লা কুড়ানোর প্রতিযোগিতা

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা