হোম > রাজধানী

হস্তক্ষেপের অভিযোগ তুলে রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের পদত্যাগ

স্টাফ রিপোর্টার

অভ্যন্তরীণ কাজে সিন্ডিকেটের বিভিন্নভাবে হস্তক্ষেপের অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. আজিজুল ইসলাম। গতকাল রোববার বিকেলে সংস্থাটির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

এ সময় আজিজুল ইসলাম বলেন, আমি সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছি, রেড ক্রিসেন্ট সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে। ১০০ কোটি টাকা দেনা ছিল, সেটাও পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে এবং দেনা দেওয়া হচ্ছে।

পদত্যাগের ঘোষণা দেওয়া চেয়ারম্যান বলেন, শুরু থেকে নানাভাবে চেষ্টা করেছি রেড ক্রিসেন্ট সোসাইটিকে ঢেলে সাজাতে। কিন্তু সিন্ডিকেট এবং নানাভাবে হস্তক্ষেপের কারণে পেরে উঠতে পারছিলাম না, যার কারণে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ ঘোষণা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির বোর্ডের মেম্বার এয়ার কমোডর (অব.) শাহে আলম, ডা. শেখ জাফর ও অধ্যাপক ডা. ইমরান বিন ইউসুফ।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম। ক্যানসার বিশেষজ্ঞ আজিজুল ইসলামের আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ আর্মড ফোর্সেসে কনসালট্যান্ট ফিজিশিয়ান জেনারেল হিসেবে দায়িত্বরত ছিলেন।

অভিযোগ রয়েছে, চেয়ারম্যানের পদ হারাচ্ছেন এমন খবর জেনে আজিজুল ইসলাম আগেভাগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। জানা গেছে, গত ৪ নভেম্বর পাঁচ সদস্যবিশিষ্ট নতুন বোর্ড গঠনের প্রস্তাবনায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সইয়ের পর রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়।

একই সঙ্গে রেড ক্রিসেন্টে চলমান অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ যাচাই করতে একটি অভ্যন্তরীণ তদন্ত টিম গঠনের চিন্তাও চলছে মন্ত্রণালয়ে।

ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

বাংলাদেশ বনাম ভারত ফুটবল ম্যাচে ‘লোটো বাংলাদেশ’ অফিসিয়াল ফুটওয়্যার পার্টনার

রাজধানীতে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলি, নিহত ১

রাজধানীর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে দুই বাসে আগুন

মেট্রোরেলের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল

১৫ নভেম্বর খতমে নবুয়ত মহাসম্মেলন সফল করুন: মধুপুরের পীর

সংশোধনী

নন-এমপিও শিক্ষকদের ওপর লাঠিচার্জ-সাউন্ড গ্রেনেড, আহত ৪

আধুনিক ডিজাইনের পুলিশ বক্স চালু হচ্ছে রাজধানীতে