আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি
রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের পাশাপাশি মাদ্রাসা ক্যাম্পাসে প্রবেশ করেছেন সেনা সদস্যরা। সেনা সদস্যরা হলে তল্লাশি করেছে।
শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর মাদ্রাসা ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
পুলিশ ও শিক্ষার্থীরা জানায়, রাতে মাদ্রাসার ভেতরে একটি মিলাদ মাহফিল চলছিল। সেই মাহফিলে শিক্ষার্থীদের দু’পক্ষের বাগবিতন্ডা হয়। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ জন আহত হয়।
আহতরা হলেন- ফাজিল ২য় বর্ষের শিক্ষার্থী ইলিয়াস (২১), আলিম ২য় বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন, ফাজিল ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ ওমর (২২) এবং ফাজিল ২য় বর্ষ মাবিক হোসেন (২১)। অন্যদের নাম জানা যায়নি।
মাদ্রাসার শিক্ষার্থীদের দ্বারা এ সময় দুই গণমাধ্যমকর্মী লাঞ্ছিত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মুঠোফোন ও লাইভ ডিভাইস কেড়ে নেন শিক্ষার্থীরা।
পুলিশ জানায়, সংঘর্ষের পর মাদ্রাসার হলে বেশ কয়েকজন শিক্ষার্থী অবরুদ্ধ অবস্থায় আছেন। তাদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ। তবে কাউকে আটকের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের আমার দেশকে জানান, মিলাদ মাহফিল চলাকালে কোনও এক বিষয় নিয়ে শিক্ষার্থীদের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। আমরা দু’পক্ষইকে বুঝিয়েছি। ফের সংঘর্ষ এড়ানোর জন্য পুলিশ সতর্ক আছে।