রাজধানীর রামপুরায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে রাস্তা পাশে দাঁড়িয়ে থাকা ভিক্টর ক্লাসিক নামে ওই বাসে আগুন দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিব হাসান।
তিনি বলেন, রাত ১০টার দিকে আমাদের কাছে খবর আসে, রামপুরায় ভিক্টর ক্লাসিক নামে একটি বাসে আগুন দেয়া হয়েছে। এরপরই আশেপাশের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।