হোম > রাজধানী

জামায়াত কথা ও কাজে মিল রাখতে প্রতিশ্রুতিবদ্ধ

মিরপুরে প্রীতি সমাবেশে ডা. শফিক

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমান বলেছেন, ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা এবং দেশকে দুর্নীতি-দুঃশাসন মুক্ত করার ক্ষেত্রে জামায়াত কারো সঙ্গে আপস করবে না, বরং দেশ ও জাতিকে এক নতুন বাংলাদেশ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। গত শুক্রবার রাতে রাজধানীর মিরপুর পীরেরবাগ ঝিলপাড়ে ঢাকা-১৫ সংসদীয় আসনে ‘ডা. শফিকুর রহমান সমর্থক গোষ্ঠী’ আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াতের ঢাকা মহানগরী উত্তর শাখার নায়েবে আমির আব্দুর রহমান মূসার সভাপতিত্বে ও মিরপুর পূর্ব থানার কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত শুধুই প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাস করে না, বরং কথা ও কাজের মধ্যে মিল রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের আগে কিছু মানুষ বা দল বাংলাদেশকে আমেরিকা-কানাডা বানানোর স্বপ্ন দেখায়। কিন্তু নির্বাচনের পরে তারা সে ওয়াদা আর রাখে না। তাই বিগত ৫৪ বছরে দেশের মানুষ বহু ধোঁকা খেয়েছে। এবার এসব ধোঁকাবাজকে না বলুন।

জামায়াত আমির বলেন, বিশ্বের অপরাপর জাতি যখন সামনের দিকে এগিয়ে গেছে, তখন আমরা এখনো পশ্চাৎপদ। কিন্তু এখন দিনবদলের সময় এসেছে। তাই দেশ ও জাতির ভাগ্য পরিবর্তনে আমাদের ইতিবাচক পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নে এগিয়ে যেতে হবে।

এর আগে জামায়াত আমির পীরেরবাগ, বড়বাগ এলাকাবাসীর সঙ্গে কুশলবিনিময় ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পশ্চিম মনিপুরে জামায়াত আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন।

কলেজ শিক্ষার্থীকে অপহরণ করে ৮০ লাখ টাকা মুক্তিপণ দাবি

সংস্কৃতি মানুষকে সভ্য করে: কাদের গনি চৌধুরী

রাজধানীতে সন্ত্রাসী ইমনের নামে চাঁদা দাবি, অস্ত্রের মহড়া

মোবাইল অপারেটরদের হাতে জিম্মি দেশের টেলিকম খাত

সুস্থ শরীর ও সুন্দর মনই টেকসই উন্নয়নের ভিত্তি

সংগীত শিক্ষক নিয়োগ বাতিল সিদ্ধান্ত আত্মঘাতী

সচেতনতাই স্তন ক্যান্সার প্রতিরোধের মূল চাবিকাঠি

টেকসই নগর গঠনে নাগরিকদের সম্পৃক্ত হবার আহ্বান বিআইপির

পিএসওয়াইএ’র সভাপতি মোবারক ও সম্পাদক রাফিউর

রাজধানীর টিটিপাড়া রেলওয়ে আন্ডারপাস চালু