রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশী রোডে একটি ছয়তলা ভবনের কমিউনিটি সেন্টারে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ১০টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় শুক্রবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ১০টা ১২ মিনিটে মিরপুর ১১ নম্বর সেকশনের কালশী রোডের ‘বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার’ নামে ছয়তলা ভবনটির ছয় তলায় আগুনের সূত্রপাত হয়। এর দুই মিনিটের মাথায় রাত ১০টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিসে আগুন লাগার সংবাদ পৌঁছায়। সংবাদ পাওয়ার পরপরই দ্রুত গতিতে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় এবং প্রথম ইউনিট রাত ১০টা ২৭ মিনিটে ভবনটির সামনে পৌঁছায়।
প্রাথমিকভাবে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করলেও আগুনের ব্যাপকতা ও তীব্রতা বাড়ায় পর্যায়ক্রমে আরও ইউনিট বাড়ানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে মোট ১০টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিসের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত রাত ১২টা ০৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আপডেট বার্তায় জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কী কারণে আগুন লেগেছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছে। ভবনটির ছয়তলায় কমিউনিটি সেন্টার ছাড়াও অন্য কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।