রাজধানীর গুলিস্তানে দুই বাসের মাঝে চাপা পড়ে মো. ইলিয়াস হোসেন (২৫) নামে এক বাস কন্ডাকটর নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বোন রোকসানা জানান, ইলিয়াস হোসেন ভিক্টোরিয়া পরিবহনের কন্ডাকটর হিসেবে কাজ করতেন। মঙ্গলবার রাত আনুমানিক ৭টার দিকে গুলিস্তানের খদ্দর মার্কেটের পাশে ট্রাফিক সিগন্যালে তার বাসটি দাঁড়িয়ে ছিল। এ সময় তিনি বাস থেকে নেমে পাশে দাঁড়িয়ে থাকেন। সিগন্যাল ছাড়ার সঙ্গে সঙ্গে আজমিরী পরিবহনের একটি বাস পাল্লাপাল্লি করে যাওয়ার সময় দুই বাসের মাঝে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ২০ মিনিটে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
ইলিয়াস হোসেন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস গ্রামের আব্দুর রশিদ সরদারের ছেলে। তিনি বর্তমানে গাজীপুরা এলাকায় বসবাস করতেন। তার স্ত্রী হাফিজা খাতুন ও এক কন্যাসন্তান রয়েছে।