হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

সায়েন্সল্যাবে সংঘর্ষে ঢাকা কলেজের শিক্ষার্থী আহত

স্টাফ রিপোর্টার

রাজধানীর নিউমার্কেট থানার সায়েন্সল্যাব এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ইটের আঘাতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীআহত হয়েছেন। আহত শিক্ষার্থীর নাম তাইমুর রহমান তামিম (১৮)। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

আহতের চাচাতো ভাই জুয়েল রানা জানান, তামিম কলেজ থেকে বন্ধুদের সাথে সোয়া বারোটার দিকে সায়েন্সল্যাব এলাকা দিয়ে জিগাতলায় নিজ হোস্টেলে যাওয়ার পথে আইডিয়াল কলেজের ৮-১০ জন শিক্ষার্থী অতর্কিতভাবে ইট দিয়ে তামিমের মাথায় আঘাত করে। এতে সে আহত হয়। তাকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

এছাড়াও তামিমের আরো তিন বন্ধুকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মারধর করে আহত করেছে। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত শিক্ষার্থী জরুরি বিভাগের চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরো বলেন, তার অবস্থা গুরুতর নয়।

আহত তামিম তামিম ঢাকা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী থানার কালুয়া গ্রামে। বাবার নাম মোতাহার রহমান। বর্তমানে জিগাতলা স্মার্ট স্টুডেন্ট ফেয়ার হোস্টেলে থাকে।