হোম > কর্পোরেট

রুবি গজনবী পুরস্কার পেলো দাতব্য প্রতিষ্ঠান মোনঘর

আমার দেশ অনলাইন

২০২৪ সালের রুবি গজনবী পুরস্কার বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য নিবেদিতপ্রাণ বৃহত্তম দাতব্য প্রতিষ্ঠান মোনঘরকে প্রদান করা হয়েছে।

১৩ ডিসেম্বর শনিবার ঢাকার ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।

এতে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারপারসন প্রফেসর নয়লা কবির সূচনা স্বাগত বক্তব্য রাখেন। এরপর মোনঘরের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশনা করেন।

চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায় অনুষ্ঠানের মূলবক্তা হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোনঘরের সহ-সভাপতি মিসেস নিরুপা দেওয়ান এবং ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য মিসেস খুশী কবির।

এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের বোর্ড ফাউন্ডেশনের প্রয়াত চেয়ারপারসন রুবি গজনবীর জীবন ও কাজের স্মরণে এই পুরস্কারটি ২০২৩ সালে চালু করে। রুবি গজনবী তার জীবনের অনেকটা অংশই নিয়োজিত করেছিলেন প্রান্তিক গোষ্ঠীর অধিকার সংরক্ষণ এবং বাংলাদেশ চারুশিল্পের ঐতিহ্যের সংরক্ষণ এবং তথায় নিয়োজিত চারুশিল্পীর জীবন উন্নয়নে। তিনি মানবাধিকার, নারীর ক্ষমতায়ন এবং শিশু সুরক্ষায় নিয়োজিত বিভিন্ন সংস্থার কাজ করেছেন এবং ১৯৭১ সালের বীরাঙ্গনাদের মর্যাদা ও কল্যাণকর কাজে বলিষ্ঠ অবদান রেখেছিলেন। এই পুরস্কারের উদ্দেশ্য হল ব্যক্তি ও সংস্থার ব্যতিক্রমী কাজের স্বীকৃতিস্বরূপ, যা রুবি গজনবীর ধারণকৃত মূল্যবোধের সাথে সংশ্লিষ্ট।

রেজাউর রহমান, এফসিএ তার পিতা আবুল ফয়েজ মুজিবুর রহমান, আইসিএস-এর সম্মানে দাতব্য ট্রাস্ট হিসেবে ১৯৮৫ সালে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ও কার্যক্রমকে সহায়তা ছাড়াও এই ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষার মান উন্নয়ন এবং এক্ষেত্রে গণিত শিক্ষায় বিশেষ গুরুত্ব প্রদান।

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গণিত শিক্ষায় কৃতিত্বের জন্য এই ফাউন্ডেশন শিক্ষার্থীদের স্বর্ণ-পদক ও বৃত্তি প্রদান করে থাকে। ফাউন্ডেশনের পক্ষ থেকে অন্যান্য প্রতিষ্ঠানেও গণিতে উৎকর্ষের জন্য বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়। ২০১৪ সালের ডিসেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুসজ্জিত ৮তলা বিশিষ্ট ”এ এফ মুজিবুর রহমান গণিত ভবন” নির্মাণ ও হস্তান্তর করা হয়। ফাউন্ডেশন আশা করে এই ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগকে গণিত শিক্ষা ও গবেষণায় এই এলাকায় শ্রেষ্ঠত্বের এক অনন্য কেন্দ্র বা সেন্টার অব এক্সেলেন্স হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

ফাউন্ডেশন ২০১৩ সাল থেকে গণিত সোসাইটির “জাতীয় স্নাতক-পর্যায়ের গণিত অলিম্পিয়াডের” সম্পূর্ণ পৃষ্ঠপোষকতার দায়িত্ব গ্রহণ করেছে।

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

অ্যাটকোর নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এসবিএসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত

রিমার্ক-ইউনিলিভার টাগ অব ওয়ার: লিলি হুইপড শিয়া বডি ওয়াশ

ইউসিএসআই ইউনিভার্সিটি ও পিএইচপি মটরসের এমওইউ সই

ড্যাফোডিলে ‘পেরেন্টস ডে ২০২৫’: পরিবার ও মূল্যবোধে এক অনুপ্রেরণাময় উদযাপন

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ও পিএইচপি মটরসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইসলামী ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত