হোম > কর্পোরেট

২৪ ঘণ্টার মধ্যে সেবা দেবে কুইক রেসপন্স টিম: শারমীন মুরশিদ

আমার দেশ অনলাইন

ছবি: আমার দেশ।

দেশের প্রতিটি পাড়ায়, মহল্লায় যেন একটি নারী বা শিশু অপমানিত বা নির্যাতনের শিকার হতে না হয় তার জন্য কুইক রেসপন্স টিমের মাধ্যমে ২৪ ঘন্টার মধ্যে সেবা দান করা হবে বলে জানিয়েছে উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন ।

শনিবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিতব্য গণভোটে ২০২৬ এ সর্বস্তরের নারীর অংশগ্রহণ উৎসাহিতকরণ কেন্দ্রিক সারাদেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম ও 'নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে সমন্বিত সেবা জোরদারকরণ এবং কুইক রেসপন্স টিমের (QRT) কার্যক্রমের শুভ সূচনা উপলক্ষ্যে "পাশে আছি" শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, ‘প্রতিটি ঘর, প্রতিটি পাড়ায়, প্রতিটি গ্রামকে দেখে রাখবে আমাদের এই অসাধারণ তরুণ সমাজ। এজন্য সরকার ৩০৯.৩৯ কোটি(জিওবি) টাকা ব্যয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে সমন্বিত সেবা জোরদারকরণ এবং কুইক রেসপন্স টিম কার্যক্রমের সূচনা করতে যাচ্ছে। এ কার্যক্রমের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়িত হবে।

তিনি বলেন, বিভিন্ন সরকারি দপ্তর /সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সাথে সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিকার ও প্রতিরোধ, সমন্বিত সেবা কার্যক্রম জোরদারকরণ এবং কুইক রেসপন্স টিমের কার্যক্রমের মাধ্যমে দ্রুত সারভাইভারকে প্রয়োজনীয় জরুরী সেবা সমূহ নিশ্চিতকরণ করা হবে।

তিনি আরো বলেন,এই মন্ত্রণালয় আওতায় ১৪ টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ৬৭ টি ওয়ান স্টপ ক্রাইসিস সেল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে টোল ফ্রি জাতীয় হেল্পলাইন সেন্টার-১০৯, ন্যাশনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার, ৮টি রিজিওনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার, ন্যাশনাল ফরেনসিক

ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি, ৮টি বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি, রিয়াল টাইম মনিটরিং ডাটাবেইজের মাধ্যমে দেশের নারী ও শিশুর প্রতি নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে কাজ করছে।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, তরুণ ছেলে- মেয়েরা এবং গণমাধ্যমের কর্মীগণ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, তোমরা তরুণ ছেলে মেয়েরা যদি ২৪ ঘটাতে পারো। তোমরাই এ দেশকে একটি নিরাপদ দেশ গড়তে পারবে। তিনি বলেন, আমাদের মেয়েদের নিরাপত্তার জন্য, আমাদের শিশুদের নিরাপদের জন্য আজকের দিনে এটাই হওয়া উচিত আমাদের সবচেয়ে বড় আন্দোলন এই মুহূর্তে।

উপদেষ্টা গণভোট ২০২৬-এ নারীর অংশগ্রহণে নিরাপত্তার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, হ্যাঁ- মানে সংস্কার, হ্যাঁ- মানে নতুন বাংলাদেশ, হ্যাঁ- মানে নারীর নিরাপদে বেড়ে ওঠা। নতুনভাবে বাংলাদেশকে গড়ার জন্য হ্যাঁ ভোট দেয়ার উপর গুরুত্ব আরোপ করেন।

পরে উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়ার শপথ বাক্য পাঠ করান। এ সময় উপদেষ্টা বলেন, এই দেশকে সুন্দর করতে হলে, আমাদের শিশুদেরকে নিরাপদে, আমাদের মেয়েদেরকে নিরাপত্তা দিতে হবে। এই প্রতিশ্রুতি নিয়ে অনেকগুলো তরুণ সংগঠন যুক্ত হয়েছে যাদের একটি উল্লেখযোগ্য অংশ জুলাই যোদ্ধা এবং তাদের অনেকেই উপস্থিত ছিল এই স্টেজে। ছোট বড় সকল ছেলে-মেয়েরা সকলে মিলে নতুন বাংলাদেশ গড়ার শপথ বাক্য পাঠ করেন ।

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সেলস কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

ইলেকট্রিক চার্জিং স্টেশন স্থাপনে কাজ করবে আরএফএল-জাপানের গ্লাফিট

ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির ২৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

রমজানে স্পেশাল টাস্কফোর্স গঠন, মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত

ঢাকায় স্মার্ট মিটার সিস্টেম (এসডব্লিউএম) পাইলট প্রকল্পের উদ্বোধন

পথপ্রাণী ব্যবস্থাপনায় ডিএনসিসি ও ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্বাক্ষর

ঈদুল ফিতরে ডিএনসিসির উদ্যোগে তিন দিনব্যাপী ঈদ আনন্দ মেলা

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান এলিনা খানের

বৈচিত্র্যময় খাবারে ‘টেস্টি ট্রিট’ ও ‘মিঠাই’র স্টলে দর্শনার্থীদের আগ্রহ