হোম > কর্পোরেট

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬, কক্সবাজারের সমুদ্রতীরবর্তী হোটেল সি প্যালেসে অনুষ্ঠিত হয়েছে। এবছরের সম্মেলনের স্লোগান ছিল—‘সাহসী লড়াইয়ে, লক্ষ্য ছাড়িয়ে’।

প্রায় ১,৬০০ সদস্যের প্রাণবন্ত অংশগ্রহণে সম্মেলনের উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এর সিইও মালিক মোহাম্মদ সাঈদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. গোলাম কিবরিয়া সহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বলেন, ২০২৫ সালটি সকলের জন্য চ্যালেঞ্জিং ছিল। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতার ফলেই বছরটি সাফল্যের সাথে শেষ করা সম্ভব হয়েছে। এই সাফল্যের ধারা নতুন বছরেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই সম্মেলনে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড তাদের স্বনামধন্য ব্র্যান্ডগুলোর অধীনে একাধিক নতুন পণ্য বাজারে লঞ্চ করেছে। ফ্ল্যাগশিপ ব্র্যান্ড মেরিল, মিল্ক সোপ বার, ভিটামিন -সি সোপ বারের পরে বাজারে এনেছে মেরিল সিরাম সোপ বার। এছাড়াও মেরিল ময়েশ্চারাইজিং শাওয়ার জেলের একটি এক্সসাইটিং রেঞ্জও লঞ্চ হয়েছে সম্মেলনে।

স্কয়ারের ওরাল কেয়ার ব্র্যান্ড হোয়াইট প্লাস বাজারে নিয়ে এসেছে ১০% বেকিং সোডা টুথপেস্ট, যা দাঁত সাদা করার ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বাজারের পাউডার ফর্মের ইনস্ট্যান্ট ড্রিংক গুলতে প্রায় ৯৪% চিনি, তাই স্বাস্থ্যসচেতন ভোক্তাদের কথা মাথায় রেখে, স্কয়ারের ব্র্যান্ড জিরোক্যাল পাউডার ফর্মের ইনস্ট্যান্ট ড্রিংক বাজারে নিয়ে এসেছে।

মেয়েদের স্কিন কেয়ার রুটিনে সিরাম একটি গুরুত্বপূর্ণ প্রডাক্ট, তাই ট্রেন্ডিং ব্র্যান্ড রিভাইভ লঞ্চ করেছে এফোর্ডেবল প্রাইসে রিভাইভ গ্লাস স্কিন সিরাম রেঞ্জ, যা আধুনিক ত্বকচর্চার চাহিদা পূরণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

স্কয়ারের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়া, যার প্রোডাক্ট রেঞ্জ এর মধ্যে রয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক ও অর্গানিক প্রোডাক্ট, সম্পূর্ণ প্রাকৃতিক ও অর্গানিক উপাদান ব্যবহার করে প্রস্তুত করা হয়েছে স্কয়ারের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়া-র প্রোডাক্ট রেঞ্জ।

এই সম্মেলনে ভোক্তাদের চাহিদা অনুযায়ী মায়া নিয়ে এসেছে নতুন নতুন সব স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার প্রোডাক্ট, যার মধ্যে উল্লেখযোগ্য হলো রিয়েল পার্সিয়ান স্যাফরন ও দামাস্কাস রোজ দিয়ে তৈরি টোনার, ফেস জেল ও ফেসওয়াশ। বাজারে প্রচলিত কেমিক্যাল-হেভি হেয়ার সিরামের বিকল্প হিসেবে কনসিউমারের দীর্ঘমেয়াদি উপকারের কথা বিবেচনা করে, হেয়ার গ্রোথের জন্য মায়া লঞ্চ করেছে হারবাল অ্যাকটিভ সমৃদ্ধ একটি ইনোভেটিভ অল-ন্যাচারাল হেয়ার গ্রোথ স্ক্যাল্প সিরাম।

সম্মেলনের একটি রোমাঞ্চকর মুহূর্ত ছিল মেরিল পেট্রোলিয়াম জেলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং দেশের নম্বর ওয়ান অভিনেতা শাকিব খানের উপস্থিতি। বক্তব্যে শাকিব খান সাহস, অধ্যবসায় ও লক্ষ্যভিত্তিক মানসিকতার গুরুত্ব তুলে ধরে সেলস টীমে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস সঞ্চার করেন।

দিনব্যাপী বিক্রয় প্রতিনিধিদের মাঝে উৎসাহমূলক বিভিন্ন কর্মকান্ড চলতে থাকে। এছাড়াও ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বছরের সেরা বিক্রয়কর্মীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের শেষভাগে নৈশভোজের মাধ্যমে এবারের সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

আকিজ-মনোয়ারা ট্রাস্টের শিক্ষাবৃত্তি পেলেন ১৫০ ঢাবি শিক্ষার্থী

গ্রাহকদের নাগালে স্বাস্থ্যসেবা নিয়ে আসতে বাংলালিংক ও ক্লিনিকলের অংশীদারিত্ব

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকা-তে বিশেষ ছাড়

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করলো নভোএয়ার

শুরু হচ্ছে আইআইইউসি’র দুই দিনব্যাপী ১৮তম ইন্টারন্যাশনাল কনফারেন্স

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

গাকৃবিতে দুধের গুণগত মান যাচাইকরণে খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত

টয়োটা বাংলাদেশ লিমিটেড এবং বিডা-র সভা অনুষ্ঠিত