হোম > কর্পোরেট

আকিজ-মনোয়ারা ট্রাস্টের শিক্ষাবৃত্তি পেলেন ১৫০ ঢাবি শিক্ষার্থী

আমার দেশ অনলাইন

ছবি: আমার দেশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৫০ জন নিয়মিত মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী পাচ্ছেন আকিজ-মনোয়ারা ট্রাস্টের অর্থায়নের শিক্ষাবৃত্তি। দ্বিতীয়বারের ধারাবাহিকতায় ঢাবির অনার্স ১ম বর্ষের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে অধ্যয়নরত এসব শিক্ষার্থীদের মাসিক ৫,০০০ টাকা করে এক বছরের জন্য শিক্ষাবৃত্তি প্রদানের জন্য মনোনীত করেছে এই ট্রাস্ট। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদখান পি এইচ ডি, আকিজ-মনোয়ারা ট্রাস্টের মাননীয় ট্রাস্টি জনাবা মনোয়ারা বেগম ।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মামুন আহমেদ, মাননীয় প্রো-উপাচার্য (শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, মাননীয় প্রো-উপাচার্য (প্রশাসন), ঢাকা বিশ্ববিদ্যালয়, সভাপতি: অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, পি এইচ ডি মাননীয় কোষাধজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং আকিজ-মনোয়ারা ট্রাস্টের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আকিজ-মনোয়ারা ট্রাস্ট দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান বৃদ্ধি, কারিগরি প্রশিক্ষণ শিক্ষা, দূর্যোগকালীন সহায়তা এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। শিক্ষাবৃত্তি কর্মসূচি সেই চলমান কার্যক্রমের একটি অংশ।

আকিজ-মনোয়ারা ট্রাস্টের মাননীয় ট্রাস্টি মিসেস মনোয়ারা বেগম বলেন, আমাদের এই শিক্ষাবৃত্তি কর্মসূচি ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষাবৃত্তি প্রদানের কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে।

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

গ্রাহকদের নাগালে স্বাস্থ্যসেবা নিয়ে আসতে বাংলালিংক ও ক্লিনিকলের অংশীদারিত্ব

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকা-তে বিশেষ ছাড়

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করলো নভোএয়ার

শুরু হচ্ছে আইআইইউসি’র দুই দিনব্যাপী ১৮তম ইন্টারন্যাশনাল কনফারেন্স

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

গাকৃবিতে দুধের গুণগত মান যাচাইকরণে খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত

টয়োটা বাংলাদেশ লিমিটেড এবং বিডা-র সভা অনুষ্ঠিত