রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সেলস কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুল, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি জে উল্লাহ, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবুল কামাল আজাদ, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান দেওয়ান, ডেপুটি সি ই ও ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম এবং অন্যান্যরা ।
অনুষ্ঠানে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান দেওয়ান বলেন, ‘২০২৬ সালে রূপায়ণ হাউজিং আরও নতুন উচ্চতায় আহরণ করবে বলে আমি বিশ্বাস করি । আমরা ২০২৬ সালকে দক্ষতা নিরূপণের বছর ঘোষণা করছি । এ লক্ষ্যে আমরা আমাদের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করব । আমরা আমাদের গ্রাহকদের চাহিদা পূরণে সর্বোচ্চ গুরুত্ব দেব । আমরা বিশ্বাস করি যে, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে আমরাই শ্রেষ্ঠ টিম । আমরা প্রতিনিয়ত সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি । আমরা দেশের আবাসন খাতের পরিবর্তন এনেছি । ২০২৬ হতে যাচ্ছে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড এর বছর।’