হোম > আইন-আদালত

কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে দেয়া যাবে না

পুলিশকে ঢাকা সিএমএম

স্টাফ রিপোর্টার

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেছেন, আসন্ন নির্বাচনের আগে সন্ত্রাসীরা যাতে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে দেয়া যাবে না। এছাড়া ছাত্রজনতার বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক হতাহতের মামলাগুলো গুরুত্বসহকারে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সিএমএম মো. মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে আগত সকল সম্মানিত অতিথিবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশ ও ম্যাজিস্ট্রেট বৃন্দকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে; বর্তমানে পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে। তথাপি সাম্প্রতিক সময়ে আদালতে হাজিরার পথে একজন ব্যক্তিকে আদালতের প্রাঙ্গনের অদূরে গুলি করে হত্যা করা হয়েছে। বিষয়টি উদ্বেগজনক; আদালতে আসা-যাওয়ার পথে বিচারপ্রার্থী জনগণ, বিজ্ঞ বিচারক ও আইনজীবীরা যদি নিরাপত্তার অভাব বোধ করেন, তবে ন্যায়বিচার প্রশাসন পরিচালনা ব্যাহত হবে।

তিনি তার বক্তৃতায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলাগুলো গুরুত্বসহকারে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আহ্বান জানান। এছাড়া প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। ভিকটিমদের জখমী সনদ প্রদানের ক্ষেত্রে এবং ডাক্তার সাক্ষীদের আদালতে উপস্থাপনের বিষয়ে সংশ্লিষ্টদের আরও আন্তরিক ভূমিকা পালন করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ পুলিশকে উদ্দেশ্য করে বলেন, মানুষ আপনাদের প্রশংসা করার জন্য মুখিয়ে আছে। শুধু আন্তরিক ব্যবহার ও সহযোগিতা প্রদর্শন করুন; হাসিমুখে দায়িত্ব পালন করুন। মানুষ ক্ষমতা দেখতে চায় না, দায়িত্ব পালন দেখতে চায়।

তিনি আরও বলেন, অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত হচ্ছে এবং দ্রুত বিচার সম্পন্ন হচ্ছে। কিন্তু সেই খবর জনগণের কাছে পৌঁছায় না। অপরাধী যেই হোক না কেন, তার যথাযথ বিচার হওয়া যেমন জরুরি, বিচার কার্যক্রমের সংবাদ জনগণের কাছে পৌঁছানোও সমান গুরুত্বপূর্ণ।

কনফারেন্সে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. খোরশেদ মিয়া আলম, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এহসানুল ইসলাম ফৌজদারী কার্যবিধি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের সাম্প্রতিক সংশোধনী নিয়ে সম্মেলনে বিশেষ পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

এসআর

অস্থিরতার যুগে বিচার বিভাগই হতে পারে জাতির ভরসা: প্রধান বিচারপতি

বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র-গণতন্ত্র ব্যর্থ হয়: প্রধান বিচারপতি

দেশে সাদা-কালো দুই দরবেশ আছে

চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা হলেন ব্রিটিশ আইনজীবী আফজাল সামী

মামুন হত্যা: শুটারসহ ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অস্বীকৃতি

যুবদল নেতা কিবরিয়া হত্যায় ‘ফোর স্টার’ গ্রুপের দুই সদস্য রিমান্ডে

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন

শেয়ারবাজার কারসাজিতে সাকিব আল হাসানকে দুদকে তলব

গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু: অ্যাটর্নি জেনারেল